প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নাগপুর, ১৬ জানুয়ারিঃ সংক্রান্তি উপলক্ষ্যে আকশে দেখা মেলে ঘুড়ির মেলা। রং বেরঙয়ের ঘুড়িতে ছেয়ে যায় গোটা আকাশ। ঘুড়ির প্রতিযোগিতায় প্রতিপক্ষকে হারানোর জন্যে ঘুড়ির নাইলনের সুতোয় অনেকেই কাঁচের গুঁড়ো মাখিয়ে থাকে। সেই সুতোর বেগতিক টানে হাত কাটার সম্ভাবনা তো থাকেই। তেমনই জীবনঝুঁকিও থাকে। রবিবার মহারাষ্ট্রের নাগপুরে এক ১০ বছরের বালকের মৃত্যু হল ঘুড়ির নাইলন সুতো গলায় পেঁচিয়ে গিয়ে। জঘন্য, ৯২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪২ বছরের প্রোঢ়

শনিবার বাবার সঙ্গে বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণীর ওই বালক। ফিরতি পথে ঘুড়ির সুতো গলায় পেঁচিয়ে গিয়ে সাংঘাতিক অবস্থা হয় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শিশুটির শ্বাসনালী এবং রক্তনালী ঘুড়ির নাইলনের সুতোয় কেটে গিয়েছে বলেই জানায় চিকিৎসক। রবিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ  করে বছর ১০ এর ওই বালক। দুর্ঘটনায় মৃত্যুর এক মামলা দায়ের হয়।