এক জঘন্য ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশবাসী। ৯২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ হতে হল ছেলের বয়সি এক ব্যক্তির কাছে। লিফট দেওয়ার অজুহাতে ওই ৯২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে ৪২ বছরের প্রৌঢ়। মধ্যপ্রদেশের শাহদোল জেলার ঘটনায় চাঞ্চল্য। শনিবার বৃদ্ধাকে তাঁর আত্মীয়ের বাড়িতে ছেড়ে দিয়ে আসার অজুহাতে নিজের বাইকে তোলে ওই প্রোঢ়। বৃদ্ধার বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। হাসপাতালে চিকিৎসারত নির্যাতিতা বৃদ্ধা। প্রশিক্ষণ চলাকালীন মন্দিরে ধাক্কা বিমানের, নিহত পাইলট
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে শাহদোল স্টেশনে নামেন বৃদ্ধা। পাশের গ্রামে তাঁর এক আত্মীয় থাকেন। সেখানেই যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রাত অনেক হয়ে যাওয়ায় কোন পরিবহণ সেই সময় পাননি তিনি। তাই সকাল অবধি স্টেশনের পাশে এক গাছ তলায় বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নেন বৃদ্ধা। সকাল হতেই একটি অটো ডাকেন তিনি। কিন্তু সেই অটোওয়ালা ওই দিকে যাবে না বলেই জানিয়ে দেয়। এমন সময়ে ওই প্রোঢ় আসেন সাহায্যের জন্যে। বৃদ্ধাকে তাঁর গন্তব্যে পৌঁছে দেবেন, এমন আশ্বাস দিয়ে নিজের বাইকে উঠতে বলেন মহিলাকে। বয়স্ক মানুষ আর উপায় না পেয়ে রাজি হয়ে যান তাঁর প্রস্তাবে। ভরসা করে উঠে পড়েছেন বাইকে। স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, মহিলাকে বেঁধে পেটাল গ্রামবাসী
যাওয়ার পথে হঠাৎই রাস্তা পরিবর্তন করে ব্যক্তি। ক্রমশ ঘন জঙ্গলের দিকে এগিয়ে চলে তাঁর বাইক। জঙ্গলে নিয়ে গিয়ে ৯২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে তাঁর থেকে প্রায় ৫০ বছরের ছোট এক ব্যক্তি।
ধর্ষণের পর বড় রাস্তায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে ফেলে পালায় অভিযুক্ত। পথচলতি মানুষদের নজরে আসেন তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। সিসিটিভি ফিটেজ থেকে অভিযুক্ত এবং তাঁর বাইক চিহ্নিত করে পুলিশ। শনিবার সন্ধ্যাবেলায়তেই গ্রেফতার হয় অভিযুক্ত ভগবন্ত কোল।