কলকাতাঃ নভেম্ভরের শেষপ্রান্তেও অধরা শীত। কার্তিকের শেষের দিকে একটু শীতের আমেজ থাকলেও অগ্রহায়ণের শুরুতেই উধাও শীত। উল্টে বেলা গড়ালে রোদের তাপে ঝড়ছে ঘাম। বাংলার বহু বাড়ি থেকেই এখনও ছুটি পায়নি পাখা। রবিবারও কি অব্যাহত একই ধরনের আবহাওয়া? জেনে নিন ঝটপট।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যেই মালাক্কা প্রণালীতে তা ঘণীভূত হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরেও একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যার জেরে আন্দামান নিকোবর দীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়লেই বাড়বে গরম। তবে আগামী কয়েকদিনে তাপামাত্রা কমার সম্ভাবনা রয়েছে। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। বর্তমানে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
ছুটির বাজারে কি দেখা মিলবে ঠাণ্ডার? জেনে নিন কেমন থাকবে রবিবারের আবহাওয়া
Informatory Message -1: A Low Pressure area formed over Strait of Malacca & adjoining South Andaman Sea pic.twitter.com/3SPLzi6jWI
— IMD Kolkata (@ImdKolkata) November 22, 2025