কলকাতাঃ বিয়ে (Wedding) হোক কিংবা যে কোনও অনুষ্ঠানে সোনাকে (Gold) শুভ বলে মানার চল রয়েছে বাঙালিদের মধ্যে। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সোনার বিকল্প নেই। তাই সারাবছরই সোনা কেনার একটা হিড়িক থাকে বাঙালিদের মধ্যে। কিন্তু বর্তমানে যে হারে বাড়ছে সোনার দাম তাতে সোনা কেনা কার্যত কঠিন হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্তের জন্য। গত এপ্রিলেই ১ লক্ষের গণ্ডি ছুঁয়েছিল সোনার দাম। জুনের শেষে মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে ১ লক্ষের গণ্ডি পাড় করে সোনার দাম। তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতেই ধীরে ধীরে নিম্নমুখী সোনার। গত সপ্তাহ থেকেই একটু একটু করে কমছে দাম। মঙ্গলবার কত হল সোনার দাম? আসুন জেনে নেওয়া যাক।
জেনে নিন মঙ্গলবার কলকাতায় কত হল সোনার দাম
আজ, ১ জুলাই কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৯,০২০০ টাকা। গতকালের থেকে ১০৫০ টাকা বাড়ল।১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৪০০ টাকা। গতকালের থেকে ১১৪০ টাকা বাড়ল দাম। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮৯১৫০ টাকা। গতকালের থেকে ৮৬০ টাকা বেড়েছে দাম। মঙ্গলবার হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৪০০ টাকা। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৫৫০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৪০০ টাকা।
মঙ্গলে ফের বাড়ল সোনার দাম, কলকাতায় কত হল দর?
Gold and silver prices on July 1: Gold rate rises in India; check latest price in your city#goldprices https://t.co/CUVCgai72x
— Kalinga TV (@Kalingatv) July 1, 2025