মেঘলা আকাশ (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ছুটির সকাল থেকেই মেঘলা আকাশ(Sky)। রবিবার থেকেই জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস। সকাল থেকেই একাধিক জেলায় নামবে বৃষ্টি। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। এর প্রভাবেই বঙ্গজুড়ে ঝড়বৃষ্টির ভ্রূকুটি। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব বঙ্গের উপর পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর মূলত মেঘলা থাকবে আকাশ। রবিবার, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান-সহ বীরভূমে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদহ ও উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ছুটির সকালে মেঘলা আকাশ, ভ্যাপসা গরম থেকে কি মুক্তি দেবে বৃষ্টি?