আগামী বছরের জানুয়ারিতে কনসার্ট করতে ভারতে আসছে কোল্ডপ্লে (Coldplay)। আগামী ১৮, ১৯ ও ২১-এ মুম্বইতে আসছে কোল্ডপ্লে। আর সেই টিকিটের চাহিদা কার্যদ আকাশছোঁয়া। আর সেই সুযোগে টিকিটের দাম বাড়ানো হয়েছে হু হু করে। ৩৫ হাজারের টিকিট দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ টাকায়। এমনকী টাকা দিয়েও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করছেন ক্রেতারা। এছাড়া থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে টিকিটের কালোবাজারি করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন অনেকে। এই অবস্থায় বুক মাই শো-এর পেরেন্ট সংস্থা বিগ ট্রি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী অমিত ব্যাস। সেই অভিযোগের ভিত্তিতে তলব করা হয়ছিল সংস্থার কর্তৃপক্ষকে।

সোমবার বিকেলে সংস্থার সিওও অনিল মাখিজা (Anil Makhija) মুম্বই পুলিশের ইকোনমিক উইংসের অফিসে আসেন। জানা যাচ্ছে, টিকিটের কালোবাজারি নিয়ে আগেই মুম্বই পুলিশ সমন পাঠিয়েছিল সিইও আশিষ হেমরাজানি এবং বুক মাই শো-এর টেকনিকাল হেডকে। যদিও তাঁরা কেউ না গেলেও সংস্থার তরফ থেকে আজ দুপুরে সিওও অনিল মাখিজাকে পাঠানো হয়। যদিও অফিসে ঢোকার আগে কোনও মন্তব্য করতে চাননি মাখিজা। তবে এই অভিযোগ ওঠার পরেই সংস্থার তরফ থেকে সাফাই দেওয়া হয়ছিল যে তাঁরা কোনও টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত নয়।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর থেকে কোল্ডপ্লে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু হয় বুক মাই শো-তে। টিকিটের মূল্য ছিল ২ হাজার ৫০০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। অভিযোগ বিক্রি শুরুর কয়েকঘন্টার পর অর্থাৎ বেলা ১২টার কিছু পরেই প্রযুক্তিগত সমস্যার দেখা যায় অ্যাপ ও ওয়েবসাইটে। তারপর অ্যাপ ঠিক হতেই দেখা যায় সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অন্যদিকে ভায়াগোগো বা গিগসবার্গের মতো থার্ড পার্টি অ্যাপগুলি থেকে ওই কনসার্টের টিকিট ৩ লক্ষ টাকায় বিক্রি শুরু হয়। এই নিয়ে অভিযোগ উঠতেই অবশ্য বুক মা শো-এর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে এই ধরনের স্ক্যামের ফাঁদে যেন কেউ না পড়েন এবং এই ধরনের সাইট থেকে টিকিট কিনলে তা ভুয়ো হিসেবে বিবেচিত হবে।