রাজ্যজুড়ে ট্যাব কাণ্ড (Tab Scam) নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক পড়ুয়ার প্রাপ্য টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি সহ একাধিক জেলা থেকে বিগত কয়েকদিনে একাধিক অভিযোগ উঠে আসছে। যদিও শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, যেসব পড়ুয়ারা টাকা পাননি, তাঁরা সকলেই আগামীদিনে এই টাকা পেয়ে যাবেন। এবং ঘটনার তদন্ত খুব দ্রুত গতিতে চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
এডিজি দক্ষিণবঙ্গের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গোটা রাজ্যজুড়ে এই সংক্রান্ত মোট ৯৩ টি কেস হয়েছে। তদন্তে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এই কেলেঙ্কারির পেছনে একটি আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে বলে জানান সুপ্রতিম সরকার। এই দুর্নীতির পর্দাফাঁস করতে সিট গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
সুপ্রতিম আরও বলেন, এখনও পর্যন্ত এই ঘটনায় প্রতারিত হয়েছেন ১ হাজার ৯১১ জন। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা ১৬ লক্ষেরও বেশি, যারা ১০ হাজার টাকা করে পাবেন। ফলে শতাংশের হিসেবে ৯৯.৯৯ শতাংশ পড়ুয়া ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন বা পাবেন। তবে ১ জন পড়ুয়াও যদি প্রতারণার শিকার হন, সেই ঘটনাও অনভিপ্রেত।