সোমবার রাজস্থানের কোটপুটলির কিরাতপুরা এলাকায় অবস্থিত বাদিয়ালি ধানিতে ৩ বছর বয়সী একটি মেয়ে ৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে ওই শিশু ১৫০ ফুট গভীরতায় গিয়ে আটকে রয়েছেন। গতকাল রাত থেকে তাকে বাঁচাতে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একযোগে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন গতকাল (২৩ ডিসেম্বর) একটি জেসিবি-র সাহায্যে বোরওয়েলের কাছে খনন করে একটি পাইপের মাধ্যমে মেয়েটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এছাড়া উদ্ধারকারী দল বোরওয়েলে নামানো ক্যামেরার মাধ্যমে মেয়েটির গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং তার কান্নাও রেকর্ড করা হয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল লোহার রড এবং পাইপ ব্যবহার করে মেয়েটির কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে। একবার যদি মেয়েটির দূরত্ব অবধি পৌঁছে যাওয়া যায় তবে তারা রডের সঙ্গে সংযুক্ত একটি বৃত্তাকার রিংয়ে তার হাত বা পা আটকে দিয়ে তাকে টেনে বের করার চেষ্টা করবে। গতকাল রাতে গর্তে ঢোকান ক্যামেরার ফুটেজে মেয়েটির নড়াচড়া দেখা গেছে এবং তাকে টুপি পড়া অবস্থায় মাথা নাড়তে দেখা গেছে।
কোটপুটলি বিধায়ক হংসরাজ প্যাটেল বলেছেন যে পুলিশ ও প্রশাসনের সঙ্গে এসডিআরএফ এবং এনডিআরএফ দলগুলি উদ্ধার অভিযানে পুরোপুরি নিযুক্ত রয়েছে এবং মেয়েটিকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে। এসডিআরএফ দল পুলিশ সুপার রাজন দুশ্যন্তকে অপারেশনের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছে। উদ্ধারকারী দল দলটি বর্তমানে উদ্ধারের সুবিধার্থে সঠিক দৈর্ঘ্যের পাইপ সংযোগ করছে। চলছে উদ্ধারকাজ-
#WATCH | Kotputli, Rajasthan: Operation is underway to rescue the 3.5-year-old girl who fell into a borewell in Kiratpura village pic.twitter.com/KcXRKFqHa2
— ANI (@ANI) December 24, 2024
সোমবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে। ভূপেন্দ্র চৌধুরীর ৩ বছরের মেয়ে চেতনা চৌধুরী বাড়ির বাইরে খেলছিল। এই খেলার মাঝেই সে বাড়ির কাছেই পিছলে বোরওয়েলে পড়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। এরপরই পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে যায়। এক আধিকারিক জানিয়েছেন, ক্রমাগত অক্সিজেন সরবরাহের কারণে প্রতি ঘণ্টায় একটি করে সিলিন্ডার ফুরিয়ে যাচ্ছে। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল টিম অতিরিক্ত ২০টি সিলিন্ডারের নির্দেশ দিয়েছে।
Kotputli, Rajasthan: A three-year-old girl, Chetna, fell into a borewell while playing in Kotputli on Monday afternoon. CCTV footage showed her waving for help. The administration launched a rescue operation, continuing efforts late into the night. The child’s cries were heard… pic.twitter.com/tbbgALw2Vo
— IANS (@ians_india) December 23, 2024