মার্কিন প্রেসিডেন্ট হিসাবে অধিষ্ঠিত হতে চলেছেন ডোলান্ড ট্রম্প (Donald Trump)। ট্রাম্প ২.০ প্রশাসনকে নতুন করে সাজাচ্ছেন হবু মার্কিন রাষ্ট্রপতি। আমেরিকার নতুন প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে উপদেষ্টার পদে ট্রাম্প বসালেন এক ভারতীয় বংশোদ্ভূতকে। হোয়াইট হাউসের কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে প্রেসিডেন্টকে পথ দেখাবেন শ্রীরাম কৃষ্ণন (Sriram Krishnan)। এই গুরুত্বপূর্ণ পদে শ্রীরামের নাম নিজে ঘোষণা করেছেন হবু প্রেসিডেন্ট।
নিজস্ব মালিকানাধীন সোশ্যাল হ্যান্ডেল 'ট্রুথ সোশ্যাল' থেকে ট্রাম্প জানিয়েছেন, শ্রীরাম কৃষ্ণান হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত নীতিতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের (কৃত্রিম বুদ্ধিমত্তা) জন্য সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে কাজ করবেন'। হবু প্রেসিডেন্টের সিদ্ধান্তকে গ্রহণ করে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণন।
কে শ্রীরাম কৃষ্ণন?
চেন্নাইয়ে জন্ম শ্রীরামের। তামিলনাড়ুর এসআরএম ভাল্লিমাই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য প্রযুক্তি নিয়ে স্নাতক পাস করেন তিনি। ২০০৫ সালে মাত্র ২১ বছর বয়সে শ্রীরাম পারি দেন মার্কিন মুলুকে। সেই বছরেই তিনি যোগ দেন মাইক্রোসফট সংস্থায়। এরপর এক্স (সাবেক এক্স), ইয়াহু, ফেসবুক-সহ আমেরিকার বহু প্রথম সারির প্রযুক্তি সংস্থার গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।
শোনা যায় এক্স কর্ণধার ইলন মাস্কের (Elon Musk) আস্থাভাজন এই । ২০২২ সালে মার্কিন ধনকুবের মাস্ক যখন টুইটার কিনে নেন তখন সেটিকে নতুন করে সাজাতে শ্রীরামই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অন্যদিকে সদ্য মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে টেসলা কর্তা ইলন মাস্কের ভূমিকা সর্বজন স্বীকৃত। মাস্কের হাত ধরেই শ্রীরামের সঙ্গে পরিচয় ট্রাম্পের। বাড়ে দুজনের মধ্য সখ্যতা। নিজের দ্বিতীয় জামানায় এবার সোজা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে এই ভারতীয় বংশোদ্ভূতকে যুক্ত করলেন ট্রাম্প।