হায়দরাবাদ, ২৩ ডিসেম্বরঃ বিপত্তি কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun)। একটার পর একটা ঝড় ঝাপটা যেন এসেই চলেছে। জেলযাত্রার পরেও মেলেনি রেহাই। বাড়িতে হামলা, ভাঙচুরের মত বিশৃঙ্খল ঘটনার সাক্ষী থাকতে হল অভিনেতাকে। 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করেছিল অভিনেতাকে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন অল্লু। অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছে তেলুগু সুপারস্টার। সোমবার সন্ধ্যায় অভিনেতার বাড়িতে এল তাঁর আইনি দল।
আরও পড়ুনঃ জামিন অল্লুর বাড়িতে হামলার অভিযোগে ধৃত ছয়জনের, ভয়ে দুই সন্তানকে অভিনেতা সরালেন নিরাপদ আশ্রয়ে
অন্যদিকে সোমবার সকালেই তেলাঙ্গানার (Telangana) এক মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি আচমকা দাবি তোলেন, পুষ্পা টু-এর (Pushpa 2) প্রিমিয়ারে এসে নিহত মহিলার পরিবারকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। ছবির প্রিমিয়ারে মর্মান্তিক ঘটনার পর অল্লু মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন। কিন্তু লক্ষে নয় বরং কোটিতে ক্ষতিপূরণের দাবি তুলেছেন তেলাঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী। আর এদিন সন্ধ্যাতেই জুবিলি হিলসে অল্লুর বাড়িতে আসেন তাঁর আইনি দল।
আইনি দল পৌঁছল অল্লুর বাড়িতে...
#WATCH | Hyderabad, Telangana: Actor Allu Arjun's legal team arrived at his residence at Jubilee Hills in Hyderabad
As per DCP West Zone, Hyderabad, yesterday evening some persons holding placards in their hands suddenly rushed to the residence of actor Allu Arjun in Jubilee… pic.twitter.com/x3UfHLjDOT
— ANI (@ANI) December 23, 2024
আগের দিন রবিবারই অল্লুর বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটায় হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা। ছয় অভিযুক্তকে গ্রেফতার করলেও জামিনে মুক্তি পান তাঁরা। যা সমস্ত কাণ্ড ঘটে চলেছে তাতে নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তেলুগু অভিনেতা। বাড়িতে হামলার পর দুই শিশু সন্তানকে অভিনেতা অন্যত্র নিরাপদ আশ্রয় পাঠিয়েছেন বলেও খবর মিলেছে। ধারাবাহিক ঘটনাপ্রবাহের জেরে আইনি পরামর্শ নিতেই সম্ভবত আইনি দল অভিনেতার বাড়িতে এসেছে।