Allu Arjun's house vandalised by protesters (Photo Credits: X)

হায়দরাবাদ, ২৩ ডিসেম্বরঃ অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun) বাড়িতে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া ছয়জনক জামিন দিল আদালত। সোমবার সকালে ধৃত ছয়জনকে হায়দরাবাদের একটি আদালতে তোলা হয়। সেখানেই ধৃতদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

এদিকে হামলার পর থেকে নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তেলুগু অভিনেতা। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে অল্লুর বাড়িতে হামলার পরে তাঁর দুই শিশু সন্তানকে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে বলে জানা যাচ্ছে।

গত ৪ ডিসেম্বরের রাত বদলে দিয়েছে অভিনেতা অল্লু অর্জুনের গোটা জীবন। সেদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) এর প্রিমিয়ার দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা যান বছর ৩৫-এর এক মহিলা রেবতী। গুরুতর আহত হন তাঁর ন'বছরের ছেলে শ্রী তেজ। সেই ঘটনার জেরে পুলিশ গ্রেফতার করে অল্লুকে (Allu Arjun Arrested)। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন তিনি। গ্রেফতারি এবং জেলমুক্তির পর এবার অভিনেতার বাড়িতে বিক্ষোভকারীদের হামলার ঘটনাও ঘটল। নিহতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে রবিবার অভিনেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা। হামলার সময়ে অভিনেতা বাড়িতে ছিলেন না বলেই খবর।

আরও পড়ুনঃ জেলযাত্রাতেই থেমে নেই দুর্ভোগ, অল্লু অর্জুনের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা একজোট হয়ে এদিন অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। হাতে পোস্টার নিয়ে অল্লুর বাড়ির সামনে জড়ো হন। 'বিচার চাই' স্লোগান তোলেন। তাঁদের মধ্যে থেকে একজন পাঁচিলের উপর উঠে অভিনেতার বাড়ির দিকে টমেটো ছোঁড়েন। জোরপূর্বক বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে ফুলের টব ভাঙচুর করেন।

এই ঘটনা নিয়ে এখনও চুপ রয়েছেন অভিনেতা। তবে অল্লুর বাবা তথা চলচ্চিত্র প্রযোজক অল্লু অরবিন্দ জানিয়েছেন, এবার যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।