সঙ্কটজনক অবস্থায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vindo Kambli)-কে হাসপাতালবে ভর্তি করা হয়েছিল। মুম্বইয়ের কাছে থানের এক হাসপাতালে ভর্তি হওয়া ৫২ বছরের কাম্বলি-কে নিয়ে সবার আতঙ্ক তৈরি হয়। তাঁর এক ভক্ত কাম্বলিকে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সংবদামাধ্যমে প্রকাশ, শনিবার রাতে বুকে ব্যথা হওয়ার পর কাম্বলিকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর এখন সুস্থ হয়ে গিয়েছেন কাম্বলি। এদিন রাতে কাম্বলি বলেন,"ডাক্তারদের জন্য আমি বেঁচে আছি। ওঁনারা যা বলেন, এবার থেকে আমি তাই করব।" অতিরিক্ত মদ্যপানের কারণে কাম্বলির শরীর খারাপ হয়ে যায় বলে খবর। এর আগে ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে তারকা ক্রিকেটারকে। বছর নেক আগে দুবার অস্ত্রোপচার হয় কাম্বলির। সেই সময় তাঁর চিকিৎসার খরচ দিয়েছিলেন তাঁর এক সময়ের প্রিয় বন্ধু সচিন তেন্ডুলকর।

দেখুন কী বললেন কাম্বলি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)