দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দলবদলের রাজনীতি তুঙ্গে উঠেছে। আপ নেতা বিজেপিতে, বা বিজেপি নেতা আপে যোগদান প্রায় রোজই হচ্ছে। দলবদলের রাজনীতিতে ঢুকে পড়েছে গত তিনটি দিল্লি বিধানসভা ও লোকসভায় খাতাই খুলতে না পারা কংগ্রেসও। এই দলবদলের রাজনীতির অবাক করা সমীকরণ তৈরি হল মাতাই মহল বিধানসভা আসনে। চাঁদনি চক লোকসভার মধ্যে থাকা দিল্লির মাতাই মহল বিধানসভা আসনে গতবার জেতেন আম আদমি পার্টির নেতা শোয়েব ইকবাল। শোয়েব ইকবাল ২০১৫ বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন আপের আসিম আহেমদ খানের বিরুদ্ধে।
মাতাই মহলে শোয়েব ইকবালের একাধিপত্য
কিন্তু পাঁচ বছর পর সেই সময় বিধায়ক থাকা আসিম আহমেদ খানকে বাদ দিয়ে অরবিন্দ কেজরিওয়াল মাতাই মহলে আপ প্রার্থী হিসেবে দাঁড় করান কংগ্রেস থেকে দলবদল করে আসা শোয়েব ইকবাল-কে। পাঁচ বছর আগে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে হারলেও ২০২০ বিধানসভায় অনায়াসে জেতেন ইকবাল। এবারও বিধায়ক শোয়েব ইকবাল-কে মাতাই মহলে টিকিট দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু এখানের ৬ বারের বিধায়ক শোয়েব কেজরির কাছে অনুরোধ করেন, তাঁর পরিবর্তে তার ছেলেকে যেন টিকিট দেওয়া হয়। শোয়েবের সেই অনুরোধ রেখে প্রার্থীপদ বদলে তাঁর ছেলে আলে মহম্মদকে টিকিট দেয় আপ। এবার সেই মাতাই মহল বিধানসভায় কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন আপ বিধায়ক আসিম আহমেদ খান।
মাতাই মহল বিধানসভা নির্বাচনে গত ৭ বারের মধ্যে ৬বার চারটি আলাদা আলাদা দলের হয়ে জিতেছেন শোয়েব ইকবাল। এর মধ্যে শোয়েব একবারই হারেন, সেটি আপের আসিম আহমেদ খানের বিরুদ্ধে।
দেখুন প্রাক্তন আপ বিধায়কের কংগ্রেসে যোগ
DELHI ASSEMBLY POLLS :
Former Matia Mahal MLA Asim Ahmed Khan joined the Congress Party in the presence of PCC chief Devendra Yadav. pic.twitter.com/YmKCA7phqe
— ELECTORAL EDGE (@Electoral_Edge) December 23, 2024
দলবদলের রাজনীতি
২০১৫ দিল্লি বিধানসভা নির্বাচনে মাতাই মহলে আপের প্রার্থী ছিলেন আসিম খান আর কংগ্রেসের শোয়েব ইকবাল। এবার সেখানে হতে চলেছে-আপের শোয়েব ইকবাল পুত্র বনাম কংগ্রেসের আসিম খানের মধ্যে। শোয়েব ইকবাল এর আগে জনতা দল সেকুলার, জনতা দল ইউনাইটেড, লোকজন শক্তি পার্টি ও আম আদমি পার্টির টিকিটে দাঁড়িয়ে ভোটে জেতেন।