Apoorva Mukhija (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ ফেব্রুয়ারি: এবার থানায় গেলেন সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সার অপূর্বা মাখিজা (Apoorva Mukhija)। পুলিশি ঘেরাটোপে মুড়ে মুম্বইয়ের (Mumbai) খার থানায় পৌঁছন অপূর্বা। রিপোর্টে প্রকাশ, বুধবারই খার থানায় বসে নিজের বয়ান রেকর্ড করবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি সময় রায়নার ইউটিউব শো ইন্ডিয়াস গট লেটেন্ট শোয়ে 'বাবা-মায়ের সঙ্গে যৌনতা' প্রসঙ্গ তুলে তীব্র ক্ষোভের মুখে পড়েন ইউটিউবার  রণবীর এলাহাবাদিয়া। রণবীরের পাশাপাশি অপূর্বা মাখিজাকেও শোনা যায় বেশ কিছু অশ্লীল কথাবার্তা বলতে। মায়ের শরীর থেকে বেরনোর পর কারও 'যোনি' দেখেছেন কি না বলে এক প্রতিযোগীকে প্রশ্ন করেন অপূর্বা। একজন মহিলা হয়ে অপূর্বা কীভাবে এই ধরনের অশ্লীল কথা বলতে পারেন মহিলাদের যৌনাঙ্গ নিয়ে, তা নিয়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেন বহু মানুষ। রণবীর এলাহাবাদিয়া, সময় রায়নার পাশাপাশি 'ডার্ক কমেডি' শোয়ে হাজির হয়ে এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে অপূর্বা মাখিজাকেও।

আরও পড়ুন: After Ranveer Allahbadia, Apoorva Mukhija Got Slammed: 'মা, ভ্যাজাইনা..' এলাহাবাদিয়ার পর অপূর্বা মাখিজার মন্তব্য ঘিরে নিন্দার ঝড়; ছিঃ এর বন্যা

এদিকে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই মুম্বই পুলিশ মঙ্গলবার ইউটিউবারের বাড়িতে পৌঁছে যায়। ভরসোভায় রণবীরের যে বাড়ি রয়েছে, সেখানে যায় পুলিশ। বিতর্কে জড়ানোর পর থেকে রণবীরের ফলোয়ারের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে বলে খবর। সেই সঙ্গে রণবীরের সঙ্গে তাঁর প্রেমিকারও বিচ্ছেদ হচ্ছে বলে খবর।  রণবীর এবং তাঁর প্রেমিকা একে অপরকে আর ফলো করছেন না বলে জানা যাচ্ছে। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

এসবের পাশাপাশি রণবীর এলাহাবাদিয়া বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তাও ক্রমাগত খোঁয়াতে শুরু করেছেন বলে খবর। যদিও ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও মন্তব্য রণবীরকে এখনও করতে শোনা যয়ানি।