Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ লোভে পড়ে সামান্য চকোলেট চুরি করেছিল পাঁচ নাবালক। চকোলেট চুরি করার দায়ে ওই পাঁচ নাবালককে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। সেই সঙ্গেই গলায় ঝোলানো হল জুতোর মালা। ঘটনাটি ঘটেছে বিহারের বিহারের সীতামারি জেলায়। ওই মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দের ঝড়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি গতকাল, অর্থাৎ শনিবার প্রকাশ্যে এলেও ঘটেছে গত বৃহস্পতিবার। এলাকার একটি দোকান থেকে চকোলেট চুরির অভিযোগে ওই পাঁচ কিশোরকে মুখে চুন-কালি মাখিয়ে, গলায় জুতোর মালা ঝুলিয়ে উলঙ্গ করে গোটা গ্রাম ঘোরানো হয়। শুধু তাই নয়, নাবালকদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম নাগেশ্বর শর্মা, প্রকাশ কুমার এবং কৃষ্ণ কুমার। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে নির্যাতিত শিশুদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরীক্ষা করা হবে জানানো হয়েছে।

চকোলেট চুরির অভিযোগে উলঙ্গ করে গোটা গ্রাম ঘোরানো হল পাঁচ শিশুকে, ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দের ঝড় সোশ্যাল মিডিয়ায়