২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। তার আগেই ১৯ টি দলের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার ডাক দেওয়া হল। উদ্বোধনে প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির থাকা উচিত। এই নিয়ে বিতর্কের মধ্যে এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভিন্ন ধর্মের প্রার্থনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২ ঘন্টার এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সাংসদদের (DerakO Brian))। এই বিষয়ে টুইটে নিজের ভাবনা ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসর মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। তিনি জানিয়েছে, "সাংসদভবন কোন নতুন বিল্ডিং নয় এটি একটি প্রতিষ্ঠান যেখানে রয়েছে পুরনো আচার, মূল্যবোধ এবং নীতি। এটি ভারতের গণতন্ত্রের ভিত্তি।প্রধানমন্ত্রী তা বুঝতে পারছেন না। তাঁর কাছে রবিবারের এই অনুষ্ঠান শুধুমাত্র "আমি, আমার এবং আমার জন্য।" তাই আমাদের এর থেকে বাইরেই ভাবুন"বলে জানান তিনি।
যদিও বিজেপির তরফে পাল্টা আঘাত হানা হয়েছে এই বক্তব্যের বিরুদ্ধে, তথ্য দিয়ে তারা জানিয়েছে যে, "অগাষ্টের ১৯৭৫ সালে পার্লামেন্টের ভবনের উদ্ধোবধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পরবর্তীকালে ১৯৮৭ সালে রাজীব গান্ধী উদ্বোধন করেছিলেন পার্লামেন্টের লাইব্রারী ভবন।যদি আপনাদের সরকারের প্রধান যদি উদ্বোধন করতে পারেন তাহলে কেন আমাদের সরকারের প্রধান তা করতে পারবেন না " বলে জাননানো হয়েছে বিজেপির তরফে।
কিন্তু বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে গুরুত্ব দেওয়া হয়নি সেই অনুষ্ঠানে যোগ দেবেন না তাঁরা।
১০ ডিসেম্বর ২০২০ সালে ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দ্বিতীয়বার কোভিডের প্রকোপের কারণে পিছিয়ে যায় কাজ। যদিও সেক্রেটারিয়েটের তরফে দাবি করা হয়েছে দেরি হলেও রেকর্ড সময়ে গড়ে তোলা হয়েছে এই নতুন ভবন।
#WATCH | All opposition parties have decided to boycott the inauguration of the new Parliament building on 28th May and we will also do the same: Uddhav Thackeray faction leader Sanjay Raut pic.twitter.com/mvQNO0ib0h
— ANI (@ANI) May 24, 2023
Parliament is not just a new building; it is an establishment with old traditions, values, precedents and rules - it is the foundation of Indian democracy. PM Modi doesn’t get that
For him, Sunday’s inauguration of the new building is all about I, ME, MYSELF. So count us out
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 23, 2023