Wedding Representative Photo (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১৭ ফেব্রুয়ারিঃ ভালোবাসার বিয়ে নাকি সম্বন্ধ করে বিয়ে! জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন এক তরুণী। আর সেই জ্যোতিষীই তরুনীর সর্বস্ব লুট করে চম্পট দিলেন। জ্যোতিষবিদ্যার ছদ্মবেশে তরুণীর থেকে কয়েক লক্ষ টাকা লুটলেন প্রতারক জ্যোতিষী।

বেঙ্গালুরু (Bengaluru) নিবাসী বছর ২৪-এর ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত এক জ্যোতিষীর পরিচয় হয়। জ্যোতিষীর কাছে তরুণী কৌতূহলবশত জানতে চান তাঁর বিবাহের বিষয়ে। লাভ নাকি অ্যারেঞ্জ! বিবাহের কোন যোগ রয়েছে তাঁর ভাগ্যচক্রে? এরপরেই ফাঁদ পাতেন সোশ্যাল মিডিয়ার ওই ভুয়ো জ্যোতিষী। তিনি তরুণীকে বলেন, প্রেম করেই তাঁর বিবাহ হবে। কিন্তু তাঁর রাশিফলে কিছু জ্যোতিষশাস্ত্রীয় সমস্যা রয়েছে। বিশেষ পূজার মাধ্যমে সেই সমস্যার সমাধান সম্ভব। বিজয় কুমার নামে ওই প্রতারক জ্যোতিষীর পাতা ফাঁদে পা দেন তরুণী। নানা ছলাকলা করে তরুণীর থেকে প্রায় ৬ লক্ষ টাকা নেন বিজয়। এখানেই থেমে থাকেননি ওই ব্যক্তি। তরুণীর কাছে আরও টাকার দাবি জানান।

জ্যোতিষবিদ্যার ছদ্মবেশে লুটঃ

জ্যোতিষবিদ্যার আড়ালে প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে নিজের টাকা ফেরত চান তরুণী। এরপরেই বিজয় নতুন খেলা শুরু করেন। তিনি তরুণীকে হুমকি দেন। বলেন, টাকা ফেরত চাইলে তিনি নিজেকে শেষ করে দেবেন।  এবং সুইসাইট নোটে তরুণীর নাম লিখে যাবেন। এরপরেই দিক্বিদিক শূন্য হয়ে তরুণী পুলিশের দারস্ত হন। প্রতারক জ্যোতিষীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।