Representative Image (Photo Credit: File)

নয়াদিল্লিঃ এবার বুরারি কাণ্ডের ছায়া কর্ণাটকে। ঘরের মধ্যে সাজানো একের পর এক দেহ। মা ও স্ত্রী-সহ ১৫ বছরের ছেলেকে নিয়ে বন্ধ ঘরে আত্মঘাতী ব্যক্তি। সোমবার কর্ণাটকের মাইসুর এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় চার-চারটি মৃতদেহ। জানা গিয়েছে, ওই বাড়িতে থাকতেন চেতন (৪৫) নামে এক ব্যক্তি। সঙ্গে থাকতেন তাঁর মা, স্ত্রী এবং পুত্র। তাঁর মায়ের নাম প্রিয়মবদা। বয়স ৬২। মৃত্যু হয়েছে তাঁরও।

মা ও স্ত্রী-সহ ১৫ বছরের ছেলেকে নিয়ে বন্ধ ঘরে ‘আত্মঘাতী’ ব্যক্তি

জানা গিয়েছে, এই ঘটনার আগে আমেরিকায় কর্মরত ভাইকে ফোন করে চেতন জানান, 'আমরা আত্মহত্যা করতে চলেছি।" দাদার মুখে এই কথা শুনে প্রবাসে বসে কাঁপতে শুরু করেন ভাই। সঙ্গে সঙ্গে খবর দেন চেতনের শ্বশুরবাড়িতে। খবর পেতে তড়িঘড়ি মাইসুরু রওনা দেন চেতনের শাশুড়ি। কিন্তু সময়ের অভাবে পৌঁছে দেখেন সব শেষ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্বশ্বেরায় নগর থানার পুলিশ। প্রাথমিকভাবে মিনে করা হচ্ছে, নিজে আত্মঘাতী হওয়ার আগে পরিবারের অন্য সদস্যদের বিষ খাইয়ে হত্যা করেন চেতন। কিন্তু এর নেপথ্যে কী কারণ লুকিয়ে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

বন্ধ ঘরে পরিবার সমেত আত্মঘাতী ব্যক্তি