Chhaava (Photo Credits: X)

মুম্বই, ১৭ ফেব্রুয়ারিঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine's Day) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'ছাবা' (Chhaava)। ভিকির অনবদ্য অভিনয়ের জেরে যেন পর্দায় সত্যিকারের ছত্রপতি সম্ভাজি মহারাজ আরও একবার প্রাণ ফিরে পেয়েছেন। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ছবির ব্যবসা পার করল ১০০ কোটির ঘর। 'ছাবা'র প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ছিল ৩৩.১০ কোটি টাকা। এরপরেই শুরু সপ্তাহান্ত। ঝেপে ব্যবসা করেছে ভিকির ছবি। শনিবার ছাবার বক্স অফিস সংগ্রহ ছিল ৩৯.৩০ কোটি টাকা। তৃতীয়দিন অর্থাৎ রবিবার ছবির সংগ্রহ ৪৯.০৩ কোটি টাকা।

সব মিলিয়ে সপ্তাহান্তে ছাবার ব্যসা দাঁড়িয়ে রয়েছে ১২১.৪৩ কোটি টাকায়। লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত ছবি 'ছাবা'য় (Chhaava) ভিকি ছাড়া আরও অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna), আশুতোষ রানা এবং ডায়ানা পেন্টি। পর্দায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন অক্ষয় খান্না।

আরও পড়ুনঃ ছত্রপতি সম্ভাজি মহারাজে চরিত্রে ভিকির জীবন্ত অভিনয়, অশ্রুসিক্ত চোখে প্রেক্ষাগৃহ থেকে বেরচ্ছেন দর্শকরা

ছাবার লক্ষ্মীলাভঃ