পানজিম, ১৩ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন এনসিপি (NCP) বিধায়ক আলেমাও চার্চিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আলেমাও। লুইজিনহো ফ্যালেইরোর পর এবার ফের গোয়ার আর এক মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিলের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত ১৯৯০ সালে বেশ কয়েক মাসের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী হন আলেমাও চার্চিল (Churchill Alemao)।
এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্ল্যালেইরো তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন লুইজিনহো। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি হলেন লুইজিনহো। গোয়ার প্রাক্তন মুখ্যনমন্ত্রী ফ্যালেইরোর পর বলিউড অভিনেত্রী নাফিসা আলিও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জোড়াফুল শিবিরে নাম লেখান খেলোয়াড় ললিয়েন্ডার পেজও। সবকিছু মিলিয়ে গোয়ায় ক্রমশ নিজেদের সংগঠন জোরদার করছে জোড়াফুল শিবির।
আরও পড়ুন: Miss Universe 2021 Harnaaz Sandhu: মিস ইউনিভার্স হারনাজ সান্ধু, কে এই সুন্দরী জেনে নিন
গোয়ার বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সেখানে জোর কদনমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় ক্ষমতায় এলে সেখানে গৃহলক্ষ্মী প্রকল্প শুরু করবে তৃণমূল। যে প্রকল্পের দরুণ প্রত্যেক মাসে সেখানকার মহিলাদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।