Harnaaz Sandhu (Photo Credit: Twitter)

মুম্বই, ১৩ ডিসেম্বর: লারা দত্তের (Lara Dutta) পর মুকুট জয়ের ২১ বছর পর এবার নতুন করে মিস ইউনিভার্স হলেন হারনাজ সান্ধু ( Harnaaz Sandhu)। ২১ বছর বয়সী হারনাজ ২১ বছর পর ফের ভারতকে মিস ইউনিভার্সের মুকুট এনে দিলেন। হারনাজের মিস ইউনিভার্সের মুকুট জয়ের খবর আসতেই, গোটা দেশ জুড়ে মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। পাঞ্জাবের মেয়ে হারনাজ সৌন্দর্য প্রতিযোগিতায় গোটা বিশ্বের সামনে মুকুট জয়ের পর 'চাকদে ফাট্টে ইন্ডিয়া' বলে তাঁর খুশি প্রকাশ করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়। ২০০০ সালে মিস ইউনিভার্স (Miss Universe) হন লারা দত্ত। লারার ২১ বছর পর এবার মিস ইউনিভার্সের মুকুট উঠল ভারতের হারনাজের মাথায়।

আরও পড়ুন:  Katrina Kaif: ৬ বোন তাঁর জীবনের 'শক্তির আধার', বিয়ের পর ছবি শেয়ার করে লিখলেন ক্যাটরিনা কাইফ

কে এই হারনাজ সান্ধু?

পাঞ্জাবের (Punjab)  চণ্ডিগড়ে বাড়ি হারনাজ সান্ধুর। চন্ডিগড়ের শিভালিক পাবলিক স্কুলে পড়াশোনা করেন হারনাজ। ২১ বছর বয়সী হারনাজ স্নাতক হওয়ার পর বর্তমানে স্নাতোকত্তোরের পড়াশোনা করছেন। মডেলিংসহ একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরও পড়াশোনায়া ইতি টানেননি হারনাজ সান্ধু। একাধিক কাজের মধ্যেও স্নাতকোত্তরের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নয়া মিস ইউনিভার্স।

হারনাজ সান্ধুর মডেলিং কেরিয়ার...

মিস ইউনিভার্সের মুকুট জয়ের আগে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন হারনাজ সান্ধু। ২০১৭ সালে মিস চন্ডিগড় খেতাব জয় করেন হারনাজ। ২০১৮ সালে মিস ম্যাক্স ইমারজিং স্টার ইন্ডিয়ার খেতাব জয় করেন সান্ধু। ২০১৯-এ জয় করেন ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং মডেলিং করলেও, খাবারের প্রতি অমোঘ টান হারনাজের। বিভিন্ন ধরনের খাবারের প্রতি যেমন হারনাজের টান রয়েছে, তেমনি তিনি নিজেকে ফিট রাখার নিয়মিত যোগা এবং শরীর চর্চাও করেন। এসবের পাশাপাশি হারনাজ ঘোড়ায় চড়তে ভালবাসেন। গান এবং অভিনয়ের প্রতিও টান রয়েছে তাঁর। বাড়িতে থাকলে হারনাজ নিয়মিত রান্না করেন বলেও জানা যায়।