Katrina Kaif: ৬ বোন তাঁর জীবনের 'শক্তির আধার', বিয়ের পর ছবি শেয়ার করে লিখলেন ক্যাটরিনা কাইফ
Katrina Kaif With Her Sisters (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ১৩ ডিসেম্বর:  গত ৯ ডিসেম্বর ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজস্থানে ক্যাটরিনা এবং ভিকির বিয়ে নিয়ে যখন সরগরম প্রায় গোট দেশ, সেই সময় তারকা দম্পতি তাঁদের বিশেষ অনুষ্ঠানের কোনও ছবি, ভিডিয়ো প্রথমে প্রকাশ্যে আসতে দেননি। বিয়ের পর ক্যাটরিনা এবং ভিকি কৌশল নিজেরাই সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার করেন। ক্যাটরিনা কাইফ- ভিকি কৌশলের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়, সেই সময় অভিনেত্রী শেয়ার করলেন নতুন ছবি। যেখানে ক্যাটরিনার সঙ্গে তাঁর ৬ দিদি এবং বোনকে দেখা যায়। শুধু তাই নয়,  দিদি, বোনরাই তাঁর 'শক্তির আধার'। তাঁরাই তাঁকে মনের দিক থেকে সব সময় শক্তপোক্ত রাখেন বলে জানান ক্যাটরিনা। দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram

 

এদিকে ক্যাটরিনা যখন বিয়ের ছবি শেয়ার করেন, সেখানে ভিকি কৌশলের ভাই সানি কৌশলের আনন্দে ভরা মুখ দেখে ়, অনুরাগীরা উৎসাহিত হয়ে ওঠেন। দাদার বিয়ে উপলক্ষ্যে সানি কৌশল যে সবচেয়ে উত্তেজিত, তা তাঁর ছবি থেকে স্পষ্ট।

আরও পড়ুন: Narendra Modi: বারাণসীতে কালভৈরব মন্দিরে নিজের হাতে পুজো নরেন্দ্র মোদীর, দেখুন

সানি কৌশলের পাশাপাশি তাঁর বিশেষ বান্ধবী শর্বরী ওয়াঘাকেও দেখা যায় ক্যাটরিনা এবং ভিকির বিয়ের আসরে।