নিমুচ, ২৩ জুন, ২০১৯: মধ্যপ্রদেশের (Madhya Predesh) নিমুচে (Neemuch) বন্দি পালানোর ঘটনায় জেলের তিন কর্মীকে সাসপেন্ড (Suspend) করল কর্তৃপক্ষ। কর্তব্য গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল। চার বন্দির খোঁজ দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন রাজ্য কারা ডিজি সঞ্জয় চৌধুরি।
রবিবার ভোরে নিমুচের সদর কারাগার থেকে পালিয়ে যায় চার দাগী অপরাধী। প্রত্যেকেরই বয়স ৩০-এর নীচে। তারা হল, নর সিং(২০) , দুবে লাল (১৯ ), পঙ্কজ (২১) এবং লেখ রাম(২৯)। এদের মধ্যে দু'জন ধর্ষণে এবং খুনের অপরাধে দোষী। আর অন্য দু'জন ড্রাগ পাচারের অপরাধে দোষী। আরও পড়ুন, কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ চার জঙ্গি
২০১৬ সালেও একই ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে। তারপরেও আবার বন্দি পালানোর ঘটনায কারাগারের প্রহরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জেল সুপারের দাবি নিরাপত্তায় কোনও খামতি ছিল। সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে চোখে ধুলো দিয়ে পালাল বন্দিরা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। [Poll ID="null" title="undefined" end_date=""]টনা