নতুন দিল্লি, ১৬ জানুয়ারি: এনপআর (NPR) নিয়ে কেন্দ্রীয় সরকারে ডাকা বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi)। তিনি বলেন,সাংবিধানিক দায়িত্বগুলি বোঝা উচিত মমতা ব্যানার্জির। নকভি বলেন, "মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং গোটা দেশের নেতা নন। কমপক্ষে তাঁর সাংবিধানিক দায়িত্ব বুঝতে হবে।" বুধবারই NPR নিয়ে অনড় মনোভাব জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে বরং চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "কেন্দ্রেও নির্বাচিত সরকার। এখানে আমিও নির্বাচিত। এই সিদ্ধান্তের জন্য পারলে আমাদের সরকার ভেঙে দিন। ক্ষমতা থাকলে ভেঙে দেখান।"
এনপিআর বিষয়ক বৈঠকে যোগ না দেওয়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Min Anurag Thakur)। কলকাতায় এসে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে পারছে না, তাই NPR-কে হাতিয়ার করে ইশু করার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন হল, আগে যখন UPA আমলে NPR হয়েছিল, তখন বিরোধিতা কেন করেননি?" সাংবাদিকদের আজ বলেন অনুরাগ ঠাকুর। আরও পড়ুন: Mamata Banerjee: ‘সরকার ভেঙে দেখাক কেন্দ্রের ডাকা এনপিআর বৈঠকে যাচ্ছি না’, বললেন মমতা ব্যানার্জি
Union Min Anurag Thakur on Mamata Banerjee to boycott meet on NPR: If a person has lived for 6 months or is illegal immigrant, what's the problem in giving information about themselves? Will you open your borders for everyone? NPR was implemented in past&will be implemented again pic.twitter.com/2rvyBuIpdr
— ANI (@ANI) January 16, 2020
তিনি আরও বলেন, "যদি কোনও ব্যক্তি ৬ মাস ধরে বসবাস করেন বা কেউ অবৈধ অভিবাসী হন। তবে নিজের সম্পর্কে তথ্য দিতে সমস্যা কী? আপনি কি সবার জন্য নিজের বর্ডার খুলে দেবেন? এনপিআর অতীতেও বাস্তবায়িত হয়েছিল এবং আবার হ