কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল মালদহ দক্ষিণ। মোট সাল্টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই এই লোকসভা কেন্দ্রটি গঠিত। যার মধ্যে দু'টি কেন্দ্র মুর্শিদাবাদ ও বাকি পাঁচটি মালদহ জেলার অন্তর্গত। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে মানিকচক, ইংরেজবাজার, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, সুজাপুর,সামসেরগঞ্জ এবং ফারাক্কা। এই লোকসভা কেন্দ্রটি বর্তমানে কংগ্রেসের দখলে। এ বার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন শাহনাওয়াজ আলি রাহেন। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। কংগ্রেস প্রার্থী ঈষা খান চৌধুরী।
এই কেন্দ্রটি বরাবর কংগ্রেসের গড় নামেই পরিচিত। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর মালদহ কেন্দ্রটি ভেঙে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ হয়। ২০০৬ সালে আবু গনিখান চৌধুরীর মৃত্যুর পর এই কেন্দ্র থেকে উপ নির্বাচনে জেতেন তাঁর ভাই আবু হাসেম খান চৌধুরী। এরপর ধারাবাহিকভাবে জিততে থাকেন তিনি। ২০০৯ সালের নির্বাচনে প্রায় ৫৩ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালে এই আসনে বিজেপির মার্জিন বাড়ে। সে বার ৩৪ শতাংশ ভোট পেয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী। আর ২০০৯ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি ভোট পেয়েছিল বিজেপি। এরপর ২০১৯ সালে এই আসনে আরও সাড়া ফেলেছিল বিজেপি। ৪ লক্ষ ৩৬ হাজার ৪৮ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। যেখানে ৪ লক্ষ ৪৪ হাজার ২৭০ টি ভোট পেয়ে জিতেছিলেন আবু হাসেম খান চৌধুরী। তৃণমূল কংগ্রেসের টিকিটে মোয়াজ্জেম হোসেন পেয়েছিলেন ৩ লক্ষ ৫১ হাজার ৩৫৩ ভোট। আগেরবারের তুলনায় ৬ শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছিল রাজ্যের শাসক দল। এ বার বোঝাই যাচ্ছে এই আসনটি নিয়ে জোরদার লড়াই হতে চলেছে। কংগ্রেসের থেকে তাদের গড় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল ও বিজেপি। কে ক্ষমতা বিস্তার করে এই কেন্দ্রে তা দেখার জন্য অপেক্ষা করত হবে ৪ ঠা জুন পর্যন্ত।