মহাকুম্ভের ছবি (Photo Credits: X)

প্রয়াগরাজ, ২৫ ফেব্রুয়ারিঃ বুধেই শেষ হচ্ছে প্রয়াগরাজের মহাযজ্ঞ। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি (Mahashivratri)। মহাকুম্ভের শেষ অমৃত স্নান। আর ওই দিনই শেষ হচ্ছে মহাকুম্ভ মেলা। প্রায় দেড় মাস ধরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) চলমান কুম্ভমেলা (Mahakumbh 2025) বিদায় বেলায় দাঁড়িয়ে। শেষ অমৃত স্নান এবং কুম্ভের শেষ দিন বলে কথা। স্বাভাবিকভাবেই এদিন পুণ্যার্থীদের ভিড় হবে অস্বাভাবিক। শিবরাত্রি উপলক্ষে বুধবার মহাকুম্ভ মেলার শেষ অমৃত স্নানে ১ কোটিরও বেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাকুম্ভের শেষ দিনে তীর্থযাত্রীদের বিপুল সমাগম নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ সরকারও নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেই জানা যাচ্ছে।

১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের মেলা (Mahakumbh Mela 2025)। এখনও অবধি পর্যন্ত প্রায় ৬৪ কোটি ভক্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিন নদীর সঙ্গমস্থল অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন। শেষ অমৃত স্নানের দিন ১ কোটি ভক্ত ভিড় করবেন সঙ্গমে। ভিড় নিয়ন্ত্রণে প্রয়াগরাজে যাওয়ার সমস্ত প্রধান মহাসড়কে পুলিশের ৪০টি দল মোতায়েন করা হয়েছে। গাড়ি যাতে নিরাপদে এবং মসৃণ ভাবে চলাচল করতে পারে তার জন্যে ডাইভারশন তৈরি করা হয়েছে। প্রয়াগরাজকে সংযুক্তকারী সাতটি সড়ক পথে পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ একাধিক রাজনৈতিক নেতামন্ত্রী। ধনকুবের মুকেশ আম্বানি, গৌতম আদানি, বলিউডের নামীদামী ব্যক্তিত্বরাও মহাকুম্ভ দর্শন করেছেন, সঙ্গমে ডুব দিয়েছন।

মহাকুম্ভে মৌনী অমাবস্যায় শাহী স্নানের দিন ভিড়ের চাপে মেলাপ্রাঙ্গণে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সরকারি তথ্য অনুযায়ী ৩০ জন পুণ্যার্থী প্রাণ হারান এদিন। যদিও প্রত্যক্ষদর্শীরা বলছেন সেই সংখ্যারা তিরিশের আরও অনেক বেশি। পদপিষ্টের ঘটনার পর থেকেই মহাকুম্ভে অব্যবস্থাপনার অভিযোগ তুলে যোগী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন সমাজবাদী পার্টি, কংগ্রেস, তৃণমূলের মত বিরোধীদলগুলো।