Narendra Modi (Photo Credits: ANI)

ভোপাল, ১৯ এপ্রিল: যে দেশ সন্ত্রাসবাদ রফতানি করত, তারা এখন আটার জন্য লড়াই করছে। ভোটের প্রচারে বেরিয়ে পাকিস্তানকে ফের কড়া সুরে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দামোতে জনসভা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বর্তমানে বহু দেশের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। কোনও কোনও দেশ দেনার দায়ে জর্জরিত। ভারতের প্রতিবেশী দেশের অবস্থা অত্যন্ত খারাপ। যে দেশ সন্ত্রাসবাদ ছড়াত, তারা এখন আটা পাওয়ার জন্য লড়াই করছে বলে কটাক্ষ করেন মোদী।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'দুই রাজপুত্র আমাদের বিশ্বাসে আঘাত করছেন', রাহুল, অখিলেশকে আক্রমণ মোদীর

প্রধানমন্ত্রীর কথায়, আগে অন্য দেশ থেকে অস্ত্র আমদানি করত ভারত। এখন সেই দেশে উন্নত অস্ত্র বিভিন্ন দেশে রফতানি করে বলেও মধ্যপ্রদেশের জনসভা থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেন্দ্র যাতে শক্তপোক্ত সরকার পায়, সেই চেষ্টাতেই দেশের মানুষকে ভোট দিতে হবে বলেও শোনা যাায় মোদীর মন্তব্য।