নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: বিমানমন্ত্রী হরদীপ পুরীর (Hardeep Singh Puri) চাপে ইন্ডিগো-সহ (IndiGo) অন্যান্য বিমান সংস্থাগুলির (Airlines) তরফে ঘোষণা করা হয়েছে, কমেডিয়ান কুণাল কামরাকে (Comedian Kunal Kamra) তাঁদের বিমানে উড়তে দেওয়া হবে না। সেই প্রসঙ্গে তর্ক-বিতর্ক চলছেই। এবার এনিয়ে মুখ খুললেন ইন্ডিগো এয়ারলাইন্সের সে দিনের উড়ানের পাইলট। তাঁর দাবি, সহযাত্রী টিভি চ্যানেলের সম্পাদকের প্রতি কমেডিয়ান কুণাল কামরার আচরণ অস্বস্তিকর হলেও তা এ সংক্রান্ত আইনের ১ নম্বর ধারাকে লঙ্ঘন করেনি। তাছাড়া কোনও যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে গেলে সেক্ষেত্রে বিমানের পাইলটের (Pilot) সঙ্গে কথা বলে নেওয়াটা প্রথা। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। এমন অভিযোগও এনেছেন পাইলট।
পাইলটের এমন বয়ানে এই অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। মোদী সরকারের সমর্থক ওই সংবাদ চ্যানেলের সম্পাদককে গত মঙ্গলবার ইন্ডিগোর একটি উড়ানে সহযাত্রী হিসেবে পেয়ে কয়েকটি অস্বস্তিকর প্রশ্ন করেছিলেন কমেডিয়ান কুনাল কামরা। সেই ভিডিও টুইটারে পোস্ট করে সিএএ-এনআরসি-বিরোধী কুণাল বলেন, নিজের অনুষ্ঠানে প্রবল চিৎকার করে অন্যদের বলতে না দেওয়ার জন্য পরিচিত এই সম্পাদক সহযাত্রীর (Co-Passenger) প্রশ্নে চুপ! আর এই প্রসঙ্গেই ইন্ডিগো তড়িঘড়ি ঘোষণা করে সহযাত্রীর প্রতি ওই আচরণের জন্য কুণালকে তাদের বিমানে আর চড়তে দেওয়া হবে না। এর পরে বিমানমন্ত্রী হরদীপ পুরী টুইট করে বলেন, বাকি সব বিমান সংস্থারও উচিত কামরাকে বয়কট করা। তার পরে বেশ কয়েকটি বিমান সংস্থাও সেই ঘোষণা করে। তা নিয়ে বিপুল সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে (Narendra Modi Government)। সোশ্যাল সাইট ভরে যায় মিম-এ। ওই বিমানের পাইলট এ দিন চিঠি লিখে অভিযোগ করেন— ৯ বছরের পেশাদারী জীবনে তিনি কখনও দেখেননি যে পাইলটের সঙ্গে আলোচনা না করে বিমান সংস্থা কোনও যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করছে। এক্ষেত্রে সেটাই করা হয়েছে। আরও পড়ুন Kunal Kamra: একের পর এক বিমানসংস্থায় নিষেধাজ্ঞা, সকলকে উদ্দেশ্য করে একহাত নিলেন কুণাল কামরাও
Sorry for not being sorry... pic.twitter.com/2WCPSi971U
— Kunal Kamra (@kunalkamra88) January 30, 2020
I had expressed my views with regard to the unruly behavior of a passenger on board @IndiGo6E flight.
I reiterate that Airlines must ensure"Zero Tolerance" for any activity which has the potential to jeopardize safety of Passengers in an Aircraft.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) January 30, 2020
কুনালও একটি টুইট (Tweet) করে জানিয়েছেন, তিনি কখনই এই ঘটনার জন্য দুঃখিত নন। লাইভ মিনটের খবর অনুযায়ী ওই পাইলট বলেছেন, কুণালের আচরণ এক সহযাত্রীর প্রতি অস্বস্তিকর ছিল। কিন্তু সেটাকে আইনভঙ্গ বলা যায় না। বিমানমন্ত্রী পুরী অবশ্য এদিন ফের টুইট করে বলেছেন, তিনি আগের অবস্থানেই অনড়। কোনও যাত্রীর এমন আচরণ কিছুতেই সহ্য করা উচিত নয়। যা সহযাত্রীর নিরাপত্তাকে লঙ্ঘন করে।