BJP Leader Praveen Nettaru (Photo Credits: IANS Twitter)

বেঙ্গালুরু, ২৭ জুলাই:  ফের বিজেপি (BJP) নেতার খুন নিয়ে উত্তেজনা ছড়াল কর্ণাটকে (Karnataka) । এবার দক্ষিণ কর্ণাটকের বেল্লারে (Bellare) আতঙ্ক ছড়াল বিজেপির যুব মোর্চা কর্মী প্রবীণ নেত্তারু খুনে। কর্ণাটকে বিজেপির যুব মোর্চা নেতাকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। প্রবীণের খুনের পর থেকেই দক্ষিণ কর্ণাটক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবীণ নেত্তারু খুনের পর ঘটনার কড়া নিন্দা করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

শুধু তাই নয়, প্রবীণ খুনে যারা অভিযুক্ত, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানানো হয় মুখ্যমন্ত্রীর তরফে।

আরও পড়ুন:  Monkeypox: মাঙ্কিপক্স নিয়ে কড়া সতর্কতা বিশ্ব জুড়ে, সংক্রমণ রোধে কী জানাল হু দেখুন

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন। সেখানে  তিনি বলেন, দক্ষিণ কর্ণাটকে যেভাবে বিজেপির যুব মোর্চা কর্মীকে খুন করা হয়েছে, তা অত্যন্ত  নিন্দনীয়। শিগগিরই অভিযুক্তর শাস্তির ব্যবস্থা করা হবে। এই অসময়ে যাতে প্রবীণ নেত্তারুর পরিবার যাতে মনের শক্তি পায়, সেই প্রার্থনা জানানো হয়েছে।