Monkeypox (Photo Credit: File Photo)

জেনেভা, ২৭ জুলাই:  গোটা বিশ্ব জুড়ে থাবা বসাতে শুরু করেছে মাঙ্কিপক্স (Monkeypox)। আফ্রিকা (Africa) থেকে যখন গোটা বিশ্বের বিভিন্ন দেশে একটু একটু করে থাবা বসাতে শুরু করেছে, তখন মাঙ্কিপক্সের মহামারী (Pandemic) রূপ আটকানো কি সম্ভব? এমন প্রশ্নের উত্তর কার্যত স্পষ্টভাবেই দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর কথায়, মাঙ্কিপক্সের সংক্রমণ রোধ করা সম্ভব। সঠিক সিদ্ধান্ত এবং তার উপযুক্ত প্রয়োগের মাধ্যমে মাঙ্কিপক্সে সংক্রমণ কমিয়ে ফেলা সম্ভব। ফলে মাঙ্কিপক্স রোধ করতে প্রত্যেকটি দেশের সচেতনতা প্রয়োজন। উপযুক্ত পদক্ষেপ করলেই মাঙ্কিপক্সের সংক্রমণ রুখে দেওয়া সম্ভব বলে জানানো হয়েছে হু-এর তরফে। মাঙ্কিপক্সের সংক্রমণ যখন বাড়ছে, সেই সময় গ্লোবাল পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও করা হয়েছে হু-এর তরফে। মাঙ্কিপক্স রুখতে গোটা বিশ্বের একসঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত বলেও জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

আরও পড়ুন: Monkeypox: আতঙ্কের গ্রাস, মাঙ্কিপক্সের নাম পালটাক হু, দাবি আমেরিকার

আফ্রিকায় মাঙ্কিপক্স আতঙ্ক ছড়াতে শুরু করেছে। সমকামীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে এ বিষয়ে। সমকামীদের মধ্যে যৌন সম্পর্কের জেরে মাঙ্কিপক্স হু হু করে ছড়াতে পারে বলেও সতর্কতা জারি করেছে হু। সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাতে কেউ না আসতে পারেন, সে বিষয়েও নজরদারির কথা বলা হয়েছে।

সবকিছু মিলিয়ে মাঙ্কিপক্স রুখতে গোটা বিশ্বের মানুষকে সতর্ক হতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।