জম্মু ও কাশ্মীর, ১৭ এপ্রিল: উপত্যকায় ফের অনুপ্রবেশের চেষ্টা। শুক্রবার সাতসকালে সোপিয়ানের দাইরু কিগাম গ্রামে (J&K) অনুপ্রবেশের চেষ্টা করলে সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, এই মুহূর্তে গুলির লড়াই অব্যাহত রয়েছে। ২ থেকে ৩ জন জঙ্গি সম্ভবত সেনা বলয়ের মধ্যে আটকা পড়েছে। জানা গিয়েছে, সেনার কাছে খবর ছিল সোপিয়ানের ওই গ্রামে জঙ্গিরা লুকিয়ে আছে। শুক্রবার সাতসকালেই তাই অভিযান শুরু হয়। গুপ্ত জায়গার চারদিক থেকে সেনার আগমন বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে জঙ্গির দল। ততক্ষণে সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। সেনার তরফেও পাল্টা জবাব দেওয়া চলছে। আরও পড়ুন-Donald Trump: করোনা বিধ্বস্ত মার্কিন মুলুকের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তিন স্তরের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের
J&K: An encounter broke out b/w troops&terrorists at 0630 hrs today, following cordon&search op by Central Reserve Police Force along with 44 Rashtriya Rifles&Special Operation Group last night in Dairoo, Shopian District. Firing underway. More details awaited. (Deferred visuals) pic.twitter.com/KsnViZnc7P
— ANI (@ANI) April 17, 2020
চলতি মাসের গোড়াতেই কুলগাঁওয়ে এমনই এক এনকাউন্টারে পড়ে নিকেশ হয় চার হিজবুল মুজাহিদিন জঙ্গি। এর আগেই গুলির লড়াইয়ে শহিদ হন এক সেনা জওয়ান ও জম্মু ও কাশ্মীর পুলিশের একজন বিশেষ অফিসার। কাশ্মীরের অবন্তীপোরা এলাকায় সেনা জঙ্গির গুলির লড়াই শুরু হয়েছিল। এই যৌথ অভিযানে ছিল ভারতীয় সেনারল রাষ্ট্রীয় রাইফেলস-এর সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।