শ্রীনগর, ১৭ জুন, ২০১৯: ফের উত্তপ্ত সীমান্ত। সোমবার সকালে জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়তে থাকে পাক সেনাবাহিনী। তৎক্ষণাৎ জবাব দেয় বিএসএফ–ও। কিন্তু পাক গুলিতে জখম হয়েছেন বিএসএফ–এর এক জওয়ান।
অন্যদিকে, এদিন সকাল থেকে সেনা(Army) –জঙ্গি গুলির লড়াই চলছে অনন্তনাগ (Anantnag)জেলায়। গোপন সূত্রে জেলার অচবল অঞ্চলে কয়েকজন জঙ্গির (Terrorist)আত্মগোপন করে থাকার খবর পেয়ে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। আরও পড়ুন, নরেন্দ্র মোদির প্রথম পরীক্ষা, আজ থেকে শুরু বাজেট অধিবেশননরেন্দ্র মোদির প্রথম পরীক্ষা, আজ থেকে শুরু বাজেট অধিবেশন
তল্লাশি চালানোর সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দিয়েছে সেনা। কমপক্ষে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনার। পুরো এলাকা খালি করে ঘিরে ফেলা হয়েছে। শেষ খবর মেলা পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই।