Monsoon Session: নরেন্দ্র মোদির প্রথম পরীক্ষা, আজ থেকে শুরু বাজেট অধিবেশন
সংসদ ভবন(Photo Credits: IANS)

দিল্লি, ১৭ জুন, ২০১৯:‌ নতুন সরকার গঠনের পর আজ থেকেই শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। বাজেট অধিবেশন (Budget Session)দিয়েই পরীক্ষা শুরু দ্বিতীয় মোদি সরকারের। সেকারণেই গতকালই সর্বদল বৈঠক (All Party Meet)করে আগাম প্রস্তুতি সেরে রেখেছেন প্রধানমন্ত্রী। অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পাস করাতে সব দলের সহযোগিতা চেয়েছেন তিনি। এবারের অধিবেশনে গঠনমূলক বিতর্ক এবং আলোচনাই সরকারের কর্মসূচির জানিয়েছেন তিনি।

বাজেট অধিবেশনে একদিকে যেমন বাজেট নিয়ে দেশবাসীর কাছে বড় পরীক্ষা দিতে হবে মোদিকে, অন্যদিকে তিন তালাক বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস করানোর পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। তিন তালাক বিল পাস (Triple Talaq Bill)করানোটাই মূল টার্গেট সরকারের। গতবার রাজ্যসভায় আটকে গিয়েছিল তিন তালাক বিলটি। শুধু বিরোধীরা নয় এনডিএ শরিক নীতীশ কুমারও এই বিলের প্রতিবাদ করেছিলেন। এইবার কংগ্রেস আগে থেকেই এই বিলের বিরোধিতা করার কথা জানিয়ে দিয়েছে। কংগ্রেসের দাবি বিলের একাধিক বিষয় এখনও অন্ধকারে রয়েছে সেগুলি নিয়ে আলোচনা হওয়া জরুরি। কংগ্রেসের এই মতে সমর্থন জানিয়েছে জেডিইউও। আরও পড়ুন, টার্গেট বিল পাস করানো, প্রথম অধিবেশনের আগেই সর্বদল বৈঠক নরেন্দ্র মোদির

বিজেপির সঙ্গে জেডিইউ–র সম্পর্কে তিক্ততা শুরু হয়ে গিয়েছে। বিহার ছাড়া দেশের সর্বত্র বিজেপির সঙ্গে জোট না গড়েই লড়বে বলে জানিয়েছেন নীতীশ কুমার। লোকসভা অধিবেশনেও যে এর আঁচ পড়বে তা বলাই বাহুল্য। এবার লোকসভা নির্বাচনে ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন জিতেছে এনডিএ। তবে রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে ১০২ জন সাংসদ নিয়ে রাজ্যসভায় দুর্বল থাকায় বহু বিল রাজ্যসভায় আটকে গিয়েছে। তিন তালাক বিল এবারের বাজেট অধিবেশনে পাস করাতে বদ্ধপরিকর বিজেপি বলেই মনে করছে কূটনৈতিক মহল। ‌