গত ১৩ বছর ধরে জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাস করা বিদেশী নাগরিকদের চিহ্নিত করার জন্য একটি সাত সদস্যের প্যানেল গঠন করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। সরকারের তরফে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি চন্দ্রকর ভারতী, একটি আদেশ জারি করে বলেছেন, "২০১১ সাল থেকে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিকদের চিহ্নিত করার জন্য কমিটির পুনর্গঠন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।" জানা গেছে প্যানেলটির সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র দফতরের প্রশাসনিক সচিব এবং এতে গুরুত্বপূর্ণ সদস্যরাও অন্তর্ভুক্ত থাকবেন। প্যানেলের সদস্যদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার (Punjab, FRRO), জম্মু ও শ্রীনগর সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিশেষ শাখা) প্রতিনিধি, সমস্ত জেলা এসএসপি এবং এসপি (বিদেশী নিবন্ধন), এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) এর রাজ্য সমন্বয়কারী অফিসাররা।
এই কমিটির প্রাথমিক দায়িত্বগুলির মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের জীবনপঞ্জী এবং বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করা । জম্মু ও কাশ্মীরে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের আপ-টু-ডেট ডিজিটাল রেকর্ড বজায় রাখতে হবে এবং ওই রেকর্ডের ভিত্তিতে তাদের একটি মাসিক রিপোর্ট তৈরি করতে হবে। যা প্রতি মাসের পঞ্চম দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিতে হবে। এছাড়াও অতিরিক্তভাবে স্বরাষ্ট্র বিভাগ প্যানেলকে নির্দেশ দিয়েছে যে জম্মু ও কাশ্মীর উপত্যকায় অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিকদের সনাক্তকরণ এবং নির্বাসন সংক্রান্ত প্রচেষ্টার সমন্বয় ও তদারকি করার জন্য কমিটি এসব বিষয়ে অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং স্বরাষ্ট্র দপ্তরে নিয়মিত রিপোর্ট করবে।
সাত সদস্যদের এই প্যানেলকে বিভিন্ন আদালতে চলমান মামলার তথ্য প্রচার করার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য এই মামলাগুলির অবস্থা পর্যবেক্ষণ ও আপডেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। অবৈধ ভাবে প্রবেশ করা অভিবাসীদের জীবনী এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের তদারকি করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হব বলেও রিপোর্টে জানা গেছে।
#JammuAndKashmir administration establishes seven-member panel to identify foreign nationals who have been illegally overstaying in J&K for the past 13 years.
— All India Radio News (@airnewsalerts) July 11, 2024