দেশের খেলার চার রত্নকে 'খেলরত্ন' (Khel Ratna) পুরস্কারে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। প্য়ারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী শ্যুটার মানু ভাকের (Manu Bhaker), গ্রীষ্মকালীন অলিম্পকে পদকজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh), অলিম্পিকে প্যারালিম্পিক্সে হাইজাম্পে সোনাজয়ী অ্যাথলিট প্রবীণ কুমার (Praveen Kumar) ও দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয়ী গুকেশ ডি (D Gukesh)-কে খেলরত্ন সম্মান দেওয়া হল। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে দেশের সফল এই চার ক্রীড়াবিদের হাতে খেলরত্ন পুরস্কার দিলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।
পদ্ধতিগতি কারণে মানু ভাকেরের নাম শুরুতে খেলরত্নের জন্য বিবেচিত করা হয়নি। কিন্তু পরে সমস্যা কাটিয়ে মানুকে খেলরত্নের জন্য মনোনিত করা হয়। মানুই দেশের প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিক থেকে দুটি পদক জেতেন। গত বছর প্য়ারিস অলিম্পিকে মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ও ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার ২২ বছরের তারকা শ্যুটার।
মানু ভাকেরকে খেলরত্ন পুরস্কার
President Droupadi Murmu presents the prestigious Major Dhyan Chand Khel Ratna award to double Olympic-medallist shooter Manu Bhaker at Rashtrapati Bhavan.#NationalSportsAwards2024 @rashtrapatibhvn @realmanubhaker #dhyanchandkhelratna #RTV #manubhaker pic.twitter.com/UMPN0PLdQI
— RTV (@RTVnewsnetwork) January 17, 2025
এ ছাড়াও মানু ১ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ১৩টি বিশ্বকাপে সোনা, এশিয়ান গেমস থেকে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস থেকে যুব অলিম্পিক সহ বহু বড় আন্তর্জাতিক ইভেন্টে একাধিকবার সোনা জেতেন। পদক জয়ের বিষয়ে দেশের শ্যুটিংয়ে মানুকে সফলতম বলা যায়।
চার রত্নকে খেলরত্ন রাষ্ট্রপতির
Congratulations to Dommaraju Gukesh, Harmanpreet Singh, Praveen Kumar & Manu Bhaker on recieving the Major Dhyan Chand Khel Ratna Award.
Also congratulations to all the Arjuna & Dronacharya awardees.#NationalSportsAwards2024 pic.twitter.com/RvgtNiLzsQ
— Rambo (@monster_zero123) January 17, 2025
অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়েসে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জেতে ইতিহাস গড়া চেন্নাইয়ের গুকেশ-কে খেলরত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দাবার ইতিহাসে গুকেশই বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু।
বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুকে খেলরত্ন সম্মান
🚨 GUKESH HONOURED WITH MAJOR DHYAN CHAND KHEL RATNA AWARD ❤️
Gukesh, the Pride of India, receives the nation’s highest sporting honor! 🇮🇳✨
A remarkable moment for Indian chess. ♟️💪
🎥: DD News#Gukesh #KhelRatna #PrideOfIndia pic.twitter.com/SF3Zpy4AHe
— CricTech (@CricTech_X) January 17, 2025
ভারতীয় পুরুষ হকি দল গত বছর অনবদ্য পারফরম্যান্স মেলে ধরে ব্রোঞ্জ পদক জেতে। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং অনবদ্য খেলে সবার নজর কাড়েন। সেই হরমনপ্রীত-কে খেলরত্ন দেওয়া হল। টোকিও অলিম্পিকে পদক জেতার সুবাদে ২০২০ সালে খেলরত্ন জিতেছিলেন হকি তারকা পি.আর শ্রীজেশ।
প্যারিস প্যারালাম্পিক্সে পুরুষদের হাই জাম্পের T64-বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েন প্রবীণ কুমার। এর আগে টোকিও প্যারালিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। উত্তর প্রদেশের ২১ বছরের প্যারা অ্যাথলিটকে খেলরত্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি।