Sydney Sixers vs Sydney Thunder, BBL 2024-25: বিবিএল ২০২৪-২৫ এর ৩৭ নম্বর ম্যাচে ১৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে সিডনি থান্ডার। ৬ জয় ও ২ পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিডনি সিক্সার্স। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে সর্বোচ্চ ২২৮ রান করেছেন জেমস ভিন্স। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন বেন ডরশুইস। আগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল সিডনি সিক্সার্স। অন্যদিকে, ৫ জয় ও ৩ পরাজয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিডনি থান্ডার। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে সর্বোচ্চ ৩২৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ক্রিস গ্রিন ১১ উইকেট নিয়েছেন। আগের ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৬১ রানে জিতেছিল সিডনি থান্ডার। Sydney Sixers vs Sydney Thunder, BBL Dream X1 Prediction: সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার ম্যাচে কেমন রয়েছে সমীকরণ, জানুন বিগ ব্যাশ লিগের Dream XI Prediction
সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার
SYDNEY SMASH 😤 Sixers vs @ThunderBBL. 7:15PM AEDT at @scg on, @7Cricket, @7plus, @Foxtel, @kayosports, @1116sen, @abcsport #LIKEASIXER #BBL14 pic.twitter.com/41bGfWbCKj
— Sydney Sixers (@SixersBBL) January 17, 2025
সিডনি থান্ডার স্কোয়াডঃ স্যাম কনস্টাস, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ম্যাথু গিলকস, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), জর্জ গার্টন, হিউ ওয়েইবগেন, ক্রিস গ্রিন, নাথান ম্যাকঅ্যান্ড্রু, টম অ্যান্ড্রুজ, তানভীর সাংঘা, মোহাম্মদ হাসনাইন, ওয়েস অ্যাগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অলিভার ডেভিস।
সিডনি সিক্সার্স স্কোয়াডঃ জোশ ফিলিপ (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ, জ্যাক এডওয়ার্ডস, মোইজেস হেনরিকস (অধিনায়ক), জর্ডান সিল্ক, লাচলান শ, হেইডেন কের, বেন দ্বারশুইস, শন অ্যাবট, জাফর চোহান, টড মারফি, জোয়েল ডেভিস, বেন মানেন্তি, মিচেল পেরি।
সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচ?
১৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচে মুখোমুখি হবে সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার।
কখন থেকে শুরু হবে সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচ?
সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচ?
সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচ?
সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ ম্যাচ অনলাইনে ভারতে (Disney+ Hotstar)।