মুম্বই, ১৭ জানুয়ারিঃ নবাবের বাড়ির নিরাপত্তা টোপকে অন্দরে ঢুকে পড়েছিল দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর। তারকাকে রক্তাক্ত করে বাড়ির পিছনের সিঁড়ি দিয়ে তরতর করে নেমে পালাতেও সক্ষম হয় অভিযুক্ত ব্যক্তি। মুম্বইয়ের বুকে বলিউডের প্রথম সারির এক অভিনেতার বাড়িতে দুষ্কৃতীর প্রবেশ এবং হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এদিকে শুক্রবার সকালে সামনে এসেছে বড় খবর। সইফের উপর হামলা করা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বান্দ্রা পুলিশ।
ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর হামলাকারী দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্যে তাকে নিয়ে আসা হয়েছে বান্দ্রা পুলিশ স্টেশনে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা। খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
বুধবার গভীর রাতে হামলার ঘটনার পর সইফের বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ তোলপাড় করে তল্লাশি চালায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার জন্যে। বাড়ির পিছনের সিঁড়ির সিসিটিভি ফুটেজে মেলে সেই সূত্র। ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে দুষ্কৃতীর মুখ। সেখান থেকেই অভিযুক্তকে সনাক্ত করে তাকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছিল মুম্বই পুলিশ। অভিযুক্তকে ধরার জন্যে পুলিশের ২০টি দল গঠন করা হয়েছিল। ৩২ ঘণ্টা পর ধরা পড়ল সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা সইফের উপর হামলাকারী দুষ্কৃতী।
অভিযুক্তকে আনা হয়েছে বান্দ্রা থানায়...
#WATCH | Saif Ali Khan Attack Case | Mumbai Police bring one person to Bandra Police station for questioning.
Latest Visuals pic.twitter.com/us4CYR7BR1
— ANI (@ANI) January 17, 2025
তবে গোটা ঘটনায় অভিনেতার বাড়ির নিরাপত্তা এবং তার ফাঁকফোকর নিয়ে নানা প্রশ্ন উঠছে...
সইফ করিনার বাড়ির এক কর্মচারির দাবি, অভিযুক্ত ব্যক্তি জেহের ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। ১ কোটি টাকা দাবি করেছিল সে। তারকার বাড়ির প্রহরি উপেক্ষা করে ওই দুষ্কৃতী কীভাবে ভিতরে প্রবেশ করল?
একেবারে সইফের অন্দর মহলে ঢুকে জেহর ঘর অবধি পৌঁছে গেল। তবে কি সে আগে থেকেই জানত বাড়ির কোথায় কার ঘর? ওই ব্যক্তিকে কি ভিতরের কেউ সাহায্য করেছে? নাকি ওই ব্যক্তির আগে থেকেই যাতায়াত ছিল অভিনেতার আবাসনে?