Fighter Jet Crash (Photo Credit: IANS/X)

আহমেদাবাদ, ৩ এপ্রিল: ফের দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধ বিমান (Jaguar Fighter Jet Crashes)। গুজরাটে বুধবার রাতে হঠাৎ করেই ভেঙে পড়ে জাগুয়ার ফাইটার জেট। দাউ দাউ করে  আগুন জ্বলে ভেঙে পড়ে বিমানটি। গুজরাটের (Gujarat)  জামনগরে (Jamnagar) বুধবার মধ্য রাতে ঘটে অঘটন। দু আসনের ওই ফাইটার জেটটি ভেঙে পড়ায় যখন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, তা নিয়ে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে যান ফাইটার জেটে থাকা চালকদের বাঁচাতে। কিন্তু গনগনে আগুনের (Fire) গ্রাসে প্রাণ যায় ফাইটার জেটের চালকের। অন্য আর এক চালক যিনি বিমানে ছিলেন, তাঁর অবস্থাও গুরুতর। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

জাগুয়ার ভেঙে পড়ে আগুন জ্বলতে শুরু করে দাউ দাউ করে...

 

জামনগর থেকে ১২ কিলোমিটার দূরের সুভদ্রা গ্রামে বুধবার রাতে জাগুয়ার ফাইটার জেটটি হঠাৎ ভেঙে পড়ে। রাতে নিয়মিত টহলদারির সময় হঠাৎ করেই ফাইটার জেটটি ভেঙে পড়ে। প্রযুক্তিগত কোনও ধরনের ঘাটতির জেরেই জাগুয়ার ফাইটার জেটটি বুধবার রাতে সুভদ্রা গ্রামে ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। আদালতের নজরদারিতেই জাগুয়ার ভেঙে পড়ার তদন্ত শুরু হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Flight Crashes In Gujarat: গুজরাটে ভেঙে পড়ল যুদ্ধবিমান, কী কারণে দুর্ঘটনা? খতিয়ে দেখছে বায়ুসেনা

আইএএফের তরফে জানানো হয়, বুধবার রাতের দুর্ঘটনার বিমানের চালকের মৃত্যু হয় ততক্ষণাৎ। বাকি আরএকজনের চিকিৎসা চলছে। তাঁর প্রাণ রক্ষার সব ধরনের প্রয়াস চলছে বলে জানানো হয়  আইএএফের তরফে।

মৃত চালকের পরিবারকে সমবেদনা জানানো হয় বায়ুসেনার তরফে...

 

মৃত চালকের পরিবারকে সমবেদনা জানানো হয়। আইএএফ সব সময় সৎ, পরাক্রম বীর জওয়ানদের পাশে রয়েছে বলেও শোক বার্তায় জানানো হয়।

সুভদ্রা গ্রামে ফাইটার জেট ভেঙে পড়ার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে ফাইটার জেটটি।  শুধু তাই নয়, ভেঙে পড়ার সময় ফাইটার জেটের দেহ এবং লেজটি সম্পূর্ণ ভিন্ন হয়ে পৃথক জায়গায় পড়ে যায় বলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়ো থেকে সামনে আসতে শুরু করে।