রাঁচি, ২১ জুন: আজ আন্তর্জাতিক যোগা দিবস। নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হওয়া এই যোগা দিবস এবার আগের চেয়েও বেশি আড়ম্বরে পালিত হচ্ছে এবার। যোগা করুন, সুস্থ থাকুন- ভারতের এই বার্তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এবার এই যোগা দিবস পাঁচ বছরে পা দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরগুলির মত এ বছরও যোগা দিবসে নেতৃত্ব দিচ্ছেন। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এবার বসছে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। যোগব্যায়াম অনুষ্ঠানে স্বয়ং মোদি যোগাসন করে গোটা বিশ্বে বার্তা পাঠাচ্ছেন। সেই বার্তা হল সুস্থ থাকার, একসঙ্গে থাকার।
২০১৫ সালে প্রথমবার পালিত হয়েছিল আন্তর্জাতিক যোগা দিবস। দেশের সিংহাসনে বসার এক বছর পর প্রধানমন্ত্রী মোদি শুরু করেন এই যোগা দিবস। মোদির নেতৃত্বে আজ গোটা দেশ জুড়ে চলছে যোগার আসর। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিল্লি থেকে দেরাদুন, মুম্বই থেকে বেঙ্গালুরু-সর্বত্র মানুষ আজ সকালে যোগ চর্চায় ব্যস্ত। বাদ যাইনি শহর কলকাতাও। আগে একটা সময় বিরোধীরা এই অনুষ্ঠানকে মোদির জনসংযোগ অনুষ্ঠান বলে কটাক্ষ করত, কিন্তু এবার লোকসভা ভোটে বিরোধীদের সাফ করে মোদি ফের ক্ষমতায় আসার পর যোগা দিবস ধারেভারে আরও বেড়েছে। যদিও বিজেপি এটাকে রাজনৈতিক কোনও অনুষ্ঠান হিসেবে দেখতে যোগার গুরত্বকে ছোট করতে নারাজ। আরও পড়ুন- জনগণের সেবা করেই বিজেপি জিতেছে, সংসদের যৌথ অধিবেশনে কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
রাঁচির রাস্তা ছেয়ে গেছে হোর্ডিংয়ে। আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে স্বাগত জানাল ঝাড়খন্ডের রাজধানী। শুক্রবার রাঁচি শহরে প্রধানমন্ত্রীর সঙ্গে বহু মানুষ অংশগ্রহণ করেছেন যোগব্যায়াম অনুষ্ঠানে। মোদি-র যোগা অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রাঁচি শহরকে। রাঁচির প্রভাত তারা মাঠে সকাল ৭ টায় যোগাসন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন ছবি।
Jharkhand: Prime Minister Narendra Modi interacts with people after performing yoga at Prabhat Tara ground in Ranchi on #InternationalDayofYoga pic.twitter.com/Ny0Ksd0A2Z
— ANI (@ANI) June 21, 2019
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস জানান, “শুক্রবার, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রভাত তারা মাঠে লাখো মানুষ অংশগ্রহণ করছেন। ”মোদির মন্ত্রিসভার সদস্যরাও জোরকদমে নেমে পড়েছেন যোগা দিবস সফল করতে। মহারাষ্ট্রে নীতীন গডকরি থেকে দিল্লিতে ধর্মেন্দ্র প্রধান, সবাই আজ সকাল সকাল যোগচর্চা করলেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেরকর দিল্লির রাজপথে যোগচর্চা সারলেন।
#InternationalDayofYoga : pic.twitter.com/7SkoVXWkdx
— ANI (@ANI) June 21, 2019
জম্মু- কাশ্মীরে সেনাঘাঁটিতে ভারতীয় সেনাকর্মীরা যোগচর্চা করলেন।
#InternationalDayofYoga . #JammuAndKashmir pic.twitter.com/GbfjcXYpd8
— ANI (@ANI) June 21, 2019
তবে শুধু দেশেই নয়, দেশের গণ্ডি ছাপিয়ে যোগা দিবসের ব্যাপ্তি ছড়িয়ে গিয়েছে বিশ্বজুড়ে। আমেরিকা, ইংল্যান্ড থেকে যোগ দিবস পালনের খবর আসছে। শুধু ভারতীয়রা নন, বিদেশীরাও এই যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করছেন। রাষ্ট্রসংঘ (UN)-র তরফ থেকেও আয়োজিত হচ্ছে যোগ দিবসের অনুষ্ঠান। সব মিলিয়ে ভারতের যোগের সুরে গোটা বিশ্ব তাল মেলাচ্ছে। মোদির হাত ধরে শুরু হওয়া যোগা দিবস এখন যে কোনও বড় আন্তর্জাতিক দিবসের আড়ম্বরতাকে টেক্কা দিচ্ছে
প্রসঙ্গত, গত বছর দেরাদুনে ২১ জুন আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক যোগ দিবস। সেখানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ যোগদান করেছিলেন। দেরাদুন ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট গতবছর এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।