দিল্লি, ২৯ জানুয়ারি: পুরনো হয়ে যাওয়া কোচ আর নষ্ট হবে না। এবার থেকে বারতীয় রেলওয়ের পুরনো কোচগুলিকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা হবে রেস্তোরাঁ। এমনই অভিনব চিন্তার ফল প্রকাশ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। জবলপুরে ইতিমধ্যেই ভারতীয় রেলের বেশ কয়েকটি পুরনো কোচকে নতুনভাবে সাজিয়েগুছিয়ে তৈরি করা হয়েছে রেস্তোরাঁ।
জবলপুর রেলওয়ে স্টেশনেই (Jabalpur Railway Station) থাকছে ওই রেস্তারাঁ। স্টেশনে হাজির হয়ে মানুষ ভারতীয় রেলের ওই রেস্তারাঁ থেকে নিজেদের পছন্দমতো খাবার বেছে নিতে পারবেন। জবলপুর রেলওয়ে স্টেশনে ভারতীয় রেলের যে কোচকে নতুন করে সাজানো গোছানোে হচ্ছে, তা একেবারে শেষ পর্যায়ে।
আরও পড়ুন: COVID-19: ব্রাজিলে করোনার ভয়াবহ ছবি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৯,৯৬৮ জন
पमरे द्वारा यात्री सुविधाओं मे बढ़ोत्तरी के अंतर्गत, जबलपुर रेलवे स्टेशन पर पुराने अनुपयोगी रेल कोच को कोच रेस्टॉरेंट में परिवर्तित करने का कार्य अंतिम चरण में है। इस कोच रेस्टॉरेंट की शुरुआत होने के पश्चात गैर किराया राजस्व के तहत प्रतिवर्ष 13 लाख रुपए का राजस्व अर्जित होगा। pic.twitter.com/NEq6Rb0RlE
— West Central Railway (@wc_railway) January 28, 2022
আগামী কয়েকদিনের মধ্যে তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ভারতীয় রেল সূত্রে খবর, ভারতীয় রেলের এই অভিনব উদ্যোগের জেরে ১৩ লক্ষ করে আয় হতে পারে বলে আশা করা হচ্ছে।