COVID-19: ব্রাজিলে করোনার ভয়াবহ ছবি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৯,৯৬৮ জন
COVID 19 Spreads (Photo Credit: File Photo)

রিও ডি জেনেরিও, ২৯ জানুায়রি:  গোটা বিশ্বের (World) সঙ্গে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছে ব্রাজিলে। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ২৬৯,৯৬৮ জন করোনায় (COVID 19) আক্রান্ত হন। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রাজিল (Brazil)  জুড়ে ৭৯৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রাজিলেও বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রাজিলে গোটা দেশ জুড়ে ডেল্টার জায়গায় থাবা বসাতে শুরু করেছে ওমিক্রন। ফলে ব্রাজিলে ওমিক্রনের (Omicron) জেরে সংক্রমণের মাত্রা যেমন বাড়ছে, তেমনি মৃতের সংখ্যাও বড়ছে সমানে। প্রসঙ্গত ২০২০ সালের ১১ মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: COVID 19: নিওকভ অনেক বেশি প্রাণঘাতী, করোনার এই নয়া স্ট্রেন কি আতঙ্কের? কী বলছে গবেষণা

ফলে ব্রাজিলের পাশাপাশি ভারতবর্ষ (India), মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে ছড়াতে শুরু করেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন।