ইয়েতির পায়ের ছাপ

৭মে,২০১৯: ইয়েতি। অতিকায়  তুষার মানুষ, যাকে বলে। লোমশ তাঁর শরীর। দু’‌পায়ে ভর করে মানুষের মতোই চলা ফেরা করে।

সেই ইয়েতি ((Yeti)অস্তিত্ব গল্প কাহিনীর শেষ নেই। সুনীল গঙ্গোপাধ্যেয়ের লেখা রোমহর্ষক কাকাবাবুর ইয়েতি অভিযান পড়েনি এমন বাঙালি বড় একটা দেখা যায় না। সেই ইয়েতি যে রহস্যময় এক জীব তা বুঝতে কারোর বাকি নেই। কেউ বলেন আছে আবার কেউ বলেন নেই। এই নিয়ে বিজ্ঞানীরাও দ্বিধা বিভক্ত।

তবে সম্প্রতি সেই কৌতুহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Army)। নিজেদের টুইটার হ্যান্ডেলে ইয়েতির পায়ের ছাপের ছবি টুইট করে তাঁরা জানিয়েছেন, গত ৯ এপ্রিল নেপালের মাকালু বেসক্যাম্পের কাছে এই অস্বাভাবিক বড় পায়ের (Foot Print)ছাপ দেখতে পান তাঁরা। বরফের মধ্যে অতিকায় এই পায়ের ছাপ যে কোনও জন্তুর নয় সেটা বুঝতে পেরেই ছবিটা তুলে নিয়েছিলেন অভিযানের সেনারা।

নেপালের (Nepal)মাকালু বারুন জাতীয় উদ্যানেই যে ইয়েতির অস্তিত্ব টের পেয়েছেন তাঁরা। এর আগেও নেপালে ইয়েতির দেখা পাওয়া নিয়ে নানা ঘটনা ঘটেছে। নেপালের লোকসংস্কৃতিতে ইয়েতি বড় একটি অংশ নিয়ে রয়েছে। নানা রকম লোককাহিনী রয়েছে ইয়েতিকে নিয়ে। যদিও সেনাবাহিনীর টুইট করা ছবিতে একটি পায়ের চিহ্নই দেখা গিয়েছে। কিন্তু যতদূর জানা যায় ইয়েতি দু’‌পায়েই চলাফেরা করে। নেপালের লোককথায় অবশ্য ইয়েতিকে হিংস্র বরফ মানব হিসেবেই বর্ণনা করা হয়।

এর আগেও একাধিকবার ইয়েতির পায়ের ছাপের ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু ইয়েতিকে দেখার সৌভাগ্য কোনও অভিযাত্রীরই মেলেনি। তাই এবারও সেই সৌভাগ্য হয়নি ভারতীয় সেনার। কেবলমাত্র পায়ের ছাপ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে ভারতীয় সেনার এই ছবি নতুন করে ইয়েতি রহস্যের জল্পনা বাড়িয়ে দিয়েছে।