ফাইল ফটো (Photo Credits: ANI)

ভারত 'ফাইভ জি' (5G) সফলভাবে প্রয়োগ করে টেলি যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনে দিয়েছে। এবার ৬জি-তে গোটা বিশ্বকে ভারতই পথ দেখাবে। নয়া দিল্লিতে আয়োজিত ভারতীয় মোবাইল কংগ্রেসের সপ্তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমন দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মোদীর দাবি, ৫জি আত্মপ্রকাশের পর এক বছরের দেশের জনসংখ্যার ৮০ শতাংশ মানুষের কাছে ৫জি পরিষেবা পৌঁছে গিয়েছে। দেশের শহরাঞ্চলের ৯৭ শতাংশ অঞ্চলে ৫জি পরিষেবা আছে বলেও তিনি দাবি করেন। দেশে ৪ লক্ষের কাছাকাছি ৫জি বেস স্টেশন আছে বলেও প্রধানমন্ত্রী জানান।

গোটা বিশ্ব এখন ভারতের তৈরি বা 'মেড ইন ইন্ডিয়া' ফোন ব্যবহার করছে বলেও মোদী দাবি করেন। ২০১৪টা শুধু কোনও একটা সাল নয়, এটা হল বদলের তারিখ। এমন দাবিও প্রধানমন্ত্রী মোবাইল কংগ্রেসের মঞ্চ থেকে করেন। মোবাইল ব্রব্যান্ড গতিতে ভারত ১১৮ থেকে উঠে এসে ৪৩ নম্বরে আছে বলে জানান মোদী। ভবিষ্যত এখন এবং এখানেই বলে মোদী জানান।

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

ভারতীয় মোবাইল কংগ্রেসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। মুকেশ আম্বানির ছেলে বলেন, " প্রত্যেকটি দেশের এমন একজন মানিুষকে প্রয়োজন হয় যার ভিশনে দেশ এগিয়ে চলে। আমাদের প্রজন্মের কাছে সেই মানুষটি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দেখানো পথেই দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে।"