দিল্লি, ৪ জুন: গণনা শুরু হওয়ার আগে এবার বড়সড় অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অখিলেশ অভিযোগ করেন, জেলা প্রশাসনের তরফে উত্তরপ্রদেশে বিরোধী নেতাদের ঘরের বাইরে বের হওয়ায় বাধা দেওয়া হচ্ছে। ভোট গণনা কেন্দ্রে যাতে বিরোধী নেতারা যেতে না পারেন, তার জন্য ঘরের মধ্যেই তাঁদের রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অখিলেশ যাদব অভিযোগ করেন, এই ধরনের ঘটনা এখনই বন্ধ করা উচিত। বিরোধীরা যাতে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারেন, সেই ব্যবস্থা করা উচিত বলেও দাবি করেন অখিলেশ।
প্রসঙ্গত এবার ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন অখিলেশ যাদব। রাহুল গান্ধীর সঙ্গে একের পর এক নির্বাচনী জনসভা করতে দেখা যায় অখিলেশ যাদবকে। যেখান থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন সমাজবাদী পার্টির এই নেতা। প্রসঙ্গত এবার উত্তরপ্রদেশের কনৌজ আসন থেকে লড়াই করছেন অখিলেশ যাদব।