দিল্লি, ৪ জুন: মঙ্গলবার অর্থাৎ ৪ জুন সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে। তার আধঘণ্টা পর থেকে ইভিএম খুলে, সেখান শুরু হবে গণনা। অর্থাৎ নরেন্দ্রী মোদী (Narendra Modi) না ইন্ডিয়া জোটের (India Bloc) সরকার এবার ক্ষমতা দখল করবে, সেদিকে তাকিয়ে গোটা দেশ। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের পর শুরু হয় বুথ ফেরৎ সমীক্ষা। বুথ ফেরৎ সমীক্ষায় এবার ফের মোদী ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এবারও কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গঠন করা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারনা। প্রসঙ্গত এবারে ৪০০ আসন পারের ডাক দেন নরেন্দ্র মোদী-সহ গোটা বিজেপি। অর্থাৎ এনডিএ জোট সরকার গঠন করলে, তারা ৪০০ আসন পার করেই কেন্দ্রে মোদী ৩.০ সরকার আসবে বলে জোর গলায় দাবি করছে গেরুয়া শিবির।
অন্যদিকে বুথ ফেরৎ সমীক্ষার ফল বেরনোর পর সোমবার প্রথম মুখ খোলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রী বলেন, এক্সিট পোলে যে সমীকরণ দেখানো হয়েছে, তার উল্টোটা দেখতে পাবেন বলে আশা করছেন। তাঁরা আশায় রয়েছেন। দেখা যাক কী হয় বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধী।