IIT-Guwahati Rape Case: মেধাবী ছাত্র ও ভবিষ্যতের সম্পদ, এই কারণ দেখিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্তকে জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট
Representational Image | (Photo Credits: Pixabay)

গুয়াহাটি, ২৩ অগাস্ট: মেধাবী ছাত্র ও রাজ্যের ভবিষ্যতের সম্পদ, এই কারণ দেখিয়ে আইআইটি গুয়াহাটি ধর্ষণ মামলায় (IIT-Guwahati Rape Case) অভিযুক্তকে জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট (Gauhati High Court)। আদালতের বক্তব্য, জামিনে মুক্তি পেলেও সাক্ষ্য-প্রমাণ নষ্ট এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষীদের প্রভাবিত করার কোনও সম্ভাবনা নেই অভিযুক্তের। ৩ এপ্রিল আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে তারই সহপাঠী ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ওই ছাত্রের যোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয়। ২৮ মার্চ আইআইটি চত্বরেই ওই ছাত্রীকে মাদক জাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

আদালতে মামলা উঠলে অভিযুক্ত ২১ বছরের যুবক জামিনের আবেদন জানান। ১৩ অগাস্ট জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি অজিত বোরঠাকুরের বেঞ্চ উভয় পক্ষের আইনজীবী সওয়াল করেন। সব শুনে বিচারপতি বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা আছে। তবে, অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ই মেধাবী পড়ুয়া। তাঁরা টেকনিক্যাল কোর্স করছেন। তাঁদর বয়স কম, তাঁরা দুটি ভিন্ন রাজ্য থেকে এসেছেন। চার্জ গঠন হয়ে গেলে মামলার বিচারের স্বার্থে অভিযুক্তকে বন্দী রাখার দরকার নেই। এছাড়াও এটাও সম্ভাবনা নেই যে অভিযুক্ত জামিন পেলে প্রমাণ নষ্ট করবে না সাক্ষীদের প্রভাবিত করবেন।" এরপরই বিচারপতি ৩০ হাজার টাকার বন্ডে অভিযুক্ত যুবকের জামিনের নির্দেশ দেন। আরও পড়ুন: Gunfight At Kabul Airport: কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি, নিহত ১ আফগান রক্ষী, জখম ৩

বিচারপতি তাঁর নির্দেশে লেখেন, এটি উল্লেখ করা প্রয়োজন যে আদালত শুধুমাত্র জামিনের আবেদনের সুষ্ঠুভাবে নিষ্পত্তি করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পাওয়া প্রমাণের গ্রহণযোগ্যতা বা ত্রুটি সম্পর্কে বিচার করা হয়নি।