রান্নার গ্যাস (Photo Credit: File Image)

নতুন দিল্লি, ২ ডিসেম্বর: আজ তেল পিবণন সংস্থাগুলি রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম প্রকাশ করেছে। এনিয়ে টানা ৬ মাসে রান্নার গ্যাসর দাম অপরিবর্তিত রেখেছে তারা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) ওয়েবসাইট অনুসারে, ভর্তুকিহীন ইন্ডেন রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারেরা দাম দিল্লিতে ৫৯৪ টাকা, কলকাতায় ৬২০ রুপি, মুম্বাইয়ে ৫৯৪ টাকা এবং চেন্নাইতে ৬১০ টাকা রাখা হয়েছে।

শেষবার জুন মাসে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। জুনে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৫৮১ টাকা থেকে বেড়ে ৫৯৩ টাকা হয়েছিল। ডোমেস্টিক এলপিজি ব্যবহারকারীরা, এক বছরে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির ১২টি সিলিন্ডার ব্যবহার করতে পারে। রান্নাঘরে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার উজ্বলা যোজনার আওতায় বিনামূল্যে ৪ কোটি এলপিজি সংযোগ দিয়েছে। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: দেশে করোনা ভ্যাকসিন সরবরাহে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে SpiceXpress

এদিকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। ১ ডিসেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে দিল্লিতে ১২৯৬ টাকা, কলকাতায় ১৩৫১.৫০ টাকা। মুম্বাইতে দাম ১২৪৪ টাকা, চেন্নাইতে দাম ১৪১০.৫০ টাকা।