Himachal Pradesh Flash Flood (Photo Credit: ANI)

দিল্লি, ৬ অগাস্ট: হঠাৎ বন্যায় (Flash Flood) ফের বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। এবার পাহাড়ের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দড়ি ব্যবহার করে উদ্ধার কাজ শুরু করেছেন আইটিবিপির (ITBP) জওয়ানরা। নীচে পাহাড়ি খরস্রোতা নদী। তার উপর দিয়েই দড়ি ব্যবহার করে, অত্যন্ত সাবধানে আইটিবিপির জওয়ানরা উদ্ধার কাজ শুরু করেন। একটু একটু করে সেই উদ্ধার কাজ চালিয়ে ৪১৩ জনকে বিপদ থেকে বের করে আনা হয়েছে বলে খবর। কিন্নর কৈলাশ যাত্রা পথে যে হঠাৎ করে বিপর্যয় নামবে, তা কল্পনা করতে পারেননি তীর্থযাত্রীরা। ফলে বিপদ ঘনাতেই কাজে নেমে পড়েন জওয়ানরা। তাঁরাই এক এক করে কিন্নর কৈলাশের যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন।

জানা যায়, টাংলিং এলাকায় হঠাৎ বন্যা শুরু হয়। যার জেরে টাংলিং এলাকার রাস্তা বন্ধ হয়ে যায় হুড়মুড় করে। ট্রেকিংয়ের রাস্তা বন্ধ হতেই বিপদ ঘনিয়ে আসে। কিন্নর জেলা প্রশাসনের তরফে এরপর খবর য়ায় আইটিবিপির কাছে। তারপরই জওয়ানরা উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুন: Horrific Flood Video: প্রকৃতির রুদ্র রূপ; উত্তরকাশিতে ভয়াবহ বন্যা, খেলনার মত ভেসে যাচ্ছে মানুষ বোঝাই গাড়ি, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

দেখুন আইটিবিপির জওয়ানরা কীভাবে উদ্ধার কাজ করছেন...

 

বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ আবহাওয়া দফতরের তরফে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) জন্য সতর্কতা জারি করা হয়। হিমাচল প্রদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়। যার মধ্যে চম্বা, কাংরা, উনা, হারিপুরস লাহুল-স্পীতি, কিন্নর এবং কুলু জেলার জন্য জারি করা হয় সতর্কতা। তারপর থেকেই সিমলায় শুরু হয় একনাগাড়ে বৃষ্টিপাত। সেই বৃষ্টি ধীরে ধীরে শক্তি এবং জোর বাড়াতে শুরু করলে, কিন্নর কৈলাশের রাস্তায় বিপত্তি শুরু হয়। এরপর ধস নামতেই তীর্থযাত্রীরা আটকে পড়েন এবং শুরু হয় উদ্ধার কাজ শুরু কদমে।

দেবভূমিতে বিপর্যয় 

উত্তরাখণ্ড (Uttarakhand) মঙ্গলবার ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়। উত্তরকাশিতে (Uttarkashi Flood) গতকাল হড়পা বান নামে। খীর গঙ্গা নদী থেকে যে হড়পা বান নামে, তার জেরে উত্তরকাশির ছোট্ট গ্রাম ধারালি সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়। হড়পা বানের স্রোতে যেমন মানুষ ভেসে যেতে শুরু করেন, তেমনি বাড়ি, ঘড়, হোটেল, গাড়ি সব খেলনার মত ভাসতে থাকে। উত্তরাখণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার হিমাচলে হঠাৎ বন্যায় আটকে পড়লেন বহু মানুষ।