Car Swept Away (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৬ অগাস্ট: প্রকৃতির রুদ্র রূপের কাছে মানুষ কতটা অসহায়, তা ফের প্রকাশ্যে এল। এবার উত্তরকাশিতে (Uttarkashi Flood) ভেসে গেল একটি গাড়ি। মানুষ বোঝাই গাড়ি ভেসে গেল বন্যার (Flood) জলে। শুনতে অবাক লাগলেও এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে বন্যার জলের তীব্র স্রোতের সঙ্গে ভেসে যেতে শুরু করে একটি গাড়ি (Car Swept Away)। কোনওক্রমে ওই গাড়ির ভিতর থেকে কেউ বেরোতে পারেননি দরজা খুলে।

পাহাড়ের উপর থেকে মানুষ যখন গাড়িটিকে জলের স্রোতে খেলনার মত ভাসতে দেখেন, তাঁরা শিউরে ওঠেন ওই দৃশ্য দেখে। জলের স্রোতে গাড়িটি ছোট খেলনার মত ভাসতে ভাসতে সেথান থেকে চলে যেতে শুরু করে। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে যে বিপর্যয় শুরু হয়, তার জেরে যে সমস্ত চমকে দেওয়া ছবি সামনে আসতে শুরু করে, তার মধ্যে অন্যতম এটি।

আরও পড়ুন: Flash Floods in Himachal Pradesh: উত্তরাখণ্ডের পর প্রকৃতির রোষানলে হিমাচল, আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তৈরি বন্যা পরিস্থিতি

দেখুন সেই ভিডিয়ো যেখানে মানুষ সমতে গাড়ি ভেসে যেতে শুরু করে...

 

মঙ্গলবার দুপুরে মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির জেরে ফেটে যায় উত্তরকাশির খীর গঙ্গা (Khir Ganga River)  নদী। মেঘ ফাটলে সেই খীর গঙ্গা নদীর জল যখন স্রোতের বিপুল ধারা নিয়ে নীচে নেমে আসতে শুরু করে, সেই সময় ধারালি (Dharali)  গ্রাম শেষ হয় যায়। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট ধারালি গ্রাম উজাড় করে দেয় হঠাৎ বন্যার জল। সেই স্রোতের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে বহু মানুষকে দৌঁড়তে দেখা যায়। তবে অনেকেই পালিয়ে বাঁচতে পারেননি। জলের স্রোতে তাঁরা ভেসে যান।

জানা যায়, খীর গঙ্গা নদীর জলের স্রোতে ২০ থেকে ২২টি হোটেল, হোমস্টে সব ভেসে গিয়েছে। প্রকৃতির তাণ্ডবে এবার নিশ্চিহ্ন উত্তরকাশির ছোট্ট গ্রাম। যে ভয়াবহ ছবি সামনে আসতেই শিউরে উঠছে গোটা দেশ।