কিন্নরের পরিস্থিতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরাখণ্ডের পর এবার হিমাচল প্রদেশে প্রকৃতির তাণ্ডব আচমকা মেঘ ফাটা বৃষ্টিতে হিমাচলের কিন্নরে (Kinnaur) তৈরি বন্যা (Floods) পরিস্থিতি পাহাড়ে আটকে বহু পর্যটক আপাতত স্থগিত কৈলাস যাত্রাজানা গিয়েছে, বুধ সকালে আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্নরজুড়ে পাহাড় থেকে নেমে আসছে জলের স্রোত বহু জায়গায় ধস নেমেছে ব্যহত যান চলাচল বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আটকে পড়েছেন তীর্থযাত্রীরা

উত্তরাখণ্ডের পর হিমাচলে নেমে এল বিপর্যয়, হড়পা বানে লণ্ডভণ্ড কিন্নর

আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগাম ১২ ঘণ্টার মধ্যে অতিভারী বৃষ্টিতে ভিজবে কাংড়া, লাহুল-স্পিতি, কুল্লু, সিমলা, সোলানের মতো জেলা এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মান্ডি, কিন্নর, সিরমৌর হামিরপুরে উল্লেখ্য, মঙ্গলবার বৃষ্টি হড়পা বানের জেরে বিপর্যস্ত উত্তরকাশী হড়পা বানে ধুয়ে মুছহে সাফ হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালী গ্রাম

উত্তরাখণ্ডের পর প্রকৃতির রোষানলে হিমাচল, আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তৈরি বন্যা পরিস্থিতি